• দিঘা জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এবার মিলবে বাড়ির দোরগোড়ায়
    দৈনিক স্টেটসম্যান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • দিঘা জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এবার পাওয়া যাবে ঘরে বসেই। মন্দির উদ্বোধনের পর থেকে দর্শনার্থীরা সেখান থেকেই এই প্রসাদ সংগ্রহ করতে পারতেন। তবে এবার মন্দির কর্তৃপক্ষ বাড়ি বাড়ি মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই রাজ্যের রেশন দোকানগুলির মাধ্যমে মহাপ্রসাদ বিতরণ শুরু হয়েছিল। সেই উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে এবার চালু হল হোম ডেলিভারির ব্যবস্থা।

    মহাপ্রসাদ পেতে হলে নির্ধারিত সময়ে ফোন বা হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে ৯০৫৯০৫২৫৫০ নম্বরে যোগাযোগ করেই বুকিং করা যাবে। বুকিংয়ের পর নির্দিষ্ট সময়সীমার মধ্যে মহাপ্রসাদ পৌঁছে যাবে গ্রাহকের ঠিকানায়।

    মহাপ্রসাদের দাম নির্ধারণ করা হয়েছে ভোগের ধরন অনুযায়ী। খিচুরি ভোগ ও পেড়া মহাপ্রসাদের মূল্য ১০০ টাকা, মিষ্টি ও পুরি-ভাজি মহাপ্রসাদ ৫০ টাকা, দুপুর ও সান্ধ্যকালীন মহাপ্রসাদ ১০০ টাকা, আর স্পেশাল দুপুর ও সান্ধ্যকালীন মহাপ্রসাদের জন্য খরচ পড়বে ১৫০ টাকা। ডেলিভারি বাবদ প্রতি বাক্সে ১০ টাকা ও দূরত্ব অনুযায়ী অতিরিক্ত ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত চার্জ লাগতে পারে।

    মন্দির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমণ দাস জানিয়েছেন, প্রভুর প্রসাদ যাতে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই পরিষেবা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে নিকটবর্তী এলাকাতেই ডেলিভারি করা হবে, তবে চাহিদা বাড়লে দূরবর্তী স্থানেও এই পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভক্তদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ মারফত প্রসাদে কী কী থাকছে, তাও জেনে নেওয়া যাবে। নির্ধারিত সময়ের মধ্যে বুকিং করলে সেই অনুযায়ী প্রসাদ সরবরাহ করা হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)