জানা গিয়েছে, শুক্রবার এয়ার ইন্ডিয়ার এআই ২৯১৩ দিল্লি থেকে ইন্দোরের উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানের ডান দিকের ইঞ্জিনে আচমকা আগুন আতঙ্ক ছড়ায়। বেজে ওঠে এমার্জেন্সি অ্যালার্মও। এরপরই বিমানের ভিতর চাঞ্চল্য তৈরি হয়। বিপদ বুঝে তড়িঘড়ি ‘মে ডে’ কল করেন পাইলট। তারপরই তিনি উড়ানটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই মতো যোগাযোগ করেন দিল্লি বিমান বন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। সবুজ সংকেত মিলতেই বিমানটি দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তারপর উড়ানটি থেকে সুরক্ষিতভাবে যাত্রীদের বের করে আনা হয়। তবে এই ঘটনায় বিমানের কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি।
বিমান সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘এয়ার ইন্ডিয়ার এআই ২৯১৩ দিল্লি থেকে ইন্দোরের উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ানের পরই বিমানের ডানদিকের ইঞ্জিনে আগুন আতঙ্ক ছড়ায়। নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট মে ডে কল করেন এবং বিমানটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।’