দেশজুড়ে বাঙালিদের উপর আক্রমণ! সোজা রাষ্ট্রপতির কাছে নালিশ করতে যাচ্ছেন অধীর
প্রতিদিন | ০৩ সেপ্টেম্বর ২০২৫
সোমনাথ রায়, নয়াদিল্লি: বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে দেশজুড়ে বাঙালিদের উপর হেনস্তার ঘটনা এবার পৌঁছতে চলেছে রাষ্ট্রপতি ভবনে। বুধবার দুপুরে রাইসিনা হিলসে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে গোটা ঘটনায় তাঁর হস্তক্ষেপের আবেদন করতে চলেছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে শুরু করে অসম, ওড়িশা-বিজেপিশাসিত প্রায় সব রাজ্য থেকেই আসছে রোহিঙ্গা, অবৈধ বাংলাদেশী সন্দেহে বাঙালিদের হেনস্তার খবর। বেশ কিছু ক্ষেত্রে শুধু সন্দেহের বশে দেশ থেকে বার করে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। যাঁদের এভাবে ‘পুশব্যাক’ করা হয়েছে, তাঁদের আবার বাংলাদেশের বিদেশ আইন মোতাবেক গ্রেপ্তার করার ঘটনাও ঘটেছে। যার রেশ গড়িয়েছে কলকাতা হাই কোর্ট, সুপ্রিম কোর্টেও। এবার এই বিষয়ে সরাসরি রাষ্ট্রপতির দরবারে অধীর।
এই ঘটনা প্রসঙ্গে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, “এত গুরুত্বপূর্ণ, জ্বলন্ত ও সংবেদনশীল বিষয়ের কীভাবে সমাধান করা যায়, সেটাই আমার লক্ষ্য। পানিপথে গিয়েও সেটা করে এসেছি। এবার সার্বিকভাবে করব। যারা চাইছে এটা নিয়ে রাজনৈতিক ফয়দা তুলতে চাইছে, তারা কাজের কাজ না করে শুধু গিমিক দিয়ে যাচ্ছে।” আগামী ১০ সেপ্টেম্বর বুধবার রাষ্ট্রপতি ভবন যাবেন অধীর।
উল্লেখ্য, ভিনরাজ্যে বাঙালি হেনস্তা ইস্যুতে শুরু থেকেই সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। অধীরবাবুও অবশ্য নিজের মতো করে এ নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন। এমনকী ভিনরাজ্যেও পরিযায়ীদের সঙ্গে কথা বলেছেন তিনি।