চাল চুরির মিথ্যা অভিযোগে ফাঁসানোর হুমকি! অপমানে ‘আত্মঘাতী’ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
প্রতিদিন | ০৩ সেপ্টেম্বর ২০২৫
অতুলচন্দ্র নাগ, ডোমকল: গলায় দড়ির ফাঁস লাগিয়ে ‘আত্মঘাতী’ উচ্চ বিদ্যালয়ের এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের মালিপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শিক্ষকের নাম উজ্জ্বলসিংহ রায়(৪২)। তিনি স্থানীয় বাবলতলী খলিলুর রহমান বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় মৃতের স্ত্রী বিদ্যালয়ের পরিচালন কমিটি ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। ওই শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল চুরির মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল বলে দাবি মৃতের স্ত্রীর। তাঁর থেকে ৩৫ লক্ষ টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ।
জানা গিয়েছে, আজ, মঙ্গলবার বাড়িতে ছাত্রদের পড়াচ্ছিলেন ওই শিক্ষক। সেসময় তাঁর মোবাইলে একটি ফোন এসেছিল। সেই ফোন পাওয়ার পর ছাত্রদের ছুটি দিয়ে দিয়েছিলেন। পরে বাড়িতেই শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের স্ত্রী পলি সিংহ রায় বলেন, “পরিচালন কমিটির লোকজন আমার স্বামীর কাছে ৩৫ লক্ষ টাকা দাবি করেছিলেন। ৩৫ লক্ষ টাকা দিতে হবে। না হলে বিনা কারণে মিড ডে মিলের চালচুরির অভিযোগে ফাঁসানো হবে।”
বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান রানিনগর ২ পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আইনাল হক বলেন, “এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। আমার সঙ্গে এই ধরনের কোনও কথা হয়নি। বরং শিক্ষককে বলেছি স্কুলকে স্বচ্ছ্বভাবে চালাতে যেটা করা দরকার, তাই করতে হবে।” মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সম্পাদক জাহাঙ্গির ফকির বলেন, “পুলিশের উচিত তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের খুঁজে বের করা।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।