• শওকতের গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক চালকের, ‘দুর্ভাগ্যজনক’, বললেন বিধায়ক
    প্রতিদিন | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ভর্তি করেও শেষ রক্ষা হল না। এসএসকেএমে মৃত্যু হল ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার গাড়ির ধাক্কায় আহত যুবকের। জানামাত্রই দুঃখপ্রকাশ করলেন বিধায়ক। 

    মঙ্গলবার সকালে ভাঙড় থেকে কলকাতা যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বামনঘাটা এলাকায় ঘটে দুর্ঘটনা। বিধায়কের গাড়ির সামনে থাকা কলকাতা পুলিশের পাইলট কার ধাক্কা দেয় সামনের একটি বাইকে। ছিটকে পড়ে যান ওই বাইক আরোহী। গুরুতর জখম হন ওই যুবক। চুরমার হয়ে যায় বাইক। এরপর পাইলট কারটি ধাক্কা দেয় একটি বিদ্যুতের খুঁটিতে। দুমড়ে যায় গাড়ির সামনের অংশ। পিছনের গাড়িতেই ছিলেন বিধায়ক। চালকের বুদ্ধির জেরে অল্পের জন্য রক্ষা পান তিনি।

    আহত যুবক, অর্থাৎ কড়েয়া থানা এলাকার বাসিন্দা মহম্মদ তাজউদ্দিনকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। শুরু হয় চিকিৎসা। কিন্তু তাতেও লাভ হল না। কয়েকঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন যুবক। বিষয়টা জানার পরই দুঃখপ্রকাশ করেন বিধায়ক শওকত। তিনি বলেন, “গাড়িটা ব্রেক ডাউন হওয়ার ফলেই এই ঘটনা। দুর্ভাগ্যজনক ঘটনা।” 
  • Link to this news (প্রতিদিন)