• কবে থেকে ছুটবে শিয়ালদহ ডিভিশনে নতুন ২ এসি লোকাল? বড় ঘোষণা রেলের
    প্রতিদিন | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • নব্যেন্দু হাজরা: গতকাল, সোমবারই শিয়ালদহ ডিভিশনে আরও দুটি লোকাল এসি ট্রেন চালানোর কথা ঘোষণা হয়েছিল। এবার সেই ট্রেন যাত্রা শুরুর দিনক্ষণও ঘোষণা হল। আগামী ৫ সেপ্টেম্বর থেকে এই নতুন এক জোড়া লোকাল ট্রেন চলাচল শুরু করবে। শিয়ালদহ-বনগাঁ ও শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় এই জোড়া এসি লোকাল চলাচল করবে। একমাস আগে শিয়ালদহ-রানাঘাট শাখায় প্রথম একটি এসি লোকাল ট্রেন চালানো শুরু করে পূর্ব রেল। যাত্রীদের মধ্যে এই ট্রেন ঘিরে যথেষ্ঠ উৎসাহ রয়েছে। সেই কারণেই এবার আরও দুটি এসি লোকাল চালু হচ্ছে বলে রেল সূত্রে খবর।

    রানাঘাট স্টেশন থেকে এসি লোকাল ছেড়ে প্রথমে বনগাঁ জংশন স্টেশনে যাবে। প্রতিদিন রানাঘাট স্টেশন থেকে সকাল ৭টা ১১মিনিটে ওই ট্রেন ছাড়বে। বনগাঁ স্টেশনে ট্রেনটি পৌঁছবে সকাল ৮টা ৫২মিনিটে। বনগাঁ জংশন থেকে ওই ট্রেনটি তারপর ছেড়ে সকালে ৯টা ৩৭মিনিটে শিয়ালদহ স্টেশন ঢুকবে। সন্ধেবেলা ৬টা ১৪মিনিটে ওই ট্রেন শিয়ালদহ থেকে বনগাঁর দিকে যাত্রা শুরু করবে। রাত ৮টা ৪মিনিটে ওই ট্রেন বনগাঁ স্টেশনে পৌঁছবে। সেখান থেকে রানাঘাট স্টেশনে ওই ট্রেন পৌঁছবে রাত ৮টা ৪১ মিনিটে। শিয়ালদহ-বনগাঁ শাখায় বাছাই করা স্টেশনে এই ট্রেন এখন থামবে। শিয়ালদহ থেকে যাত্রা করে বিধাননগর ও দমদম স্টেশনে প্রথমে এই ট্রেন থামবে। তারপর দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা, ঠাকুরনগর স্টেশনে যাত্রীদের ওঠানামার জন্য দাঁড়াবে।

    শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় এসি লোকাল সকাল ৯টা ৪৮ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে। কৃষ্ণনগর স্টেশনে ট্রেনটি ১২টা ০৭ মিনিটে পৌঁছবে। বেলা দেড়টা নাগাদ কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে। দুপুর ৩টে ৪০ মিনিট নাগাদ ট্রেনটি শিয়ালদহ পৌছবে। বহু পর্যটক ও তীর্থযাত্রী মায়াপুরের ইসকনের মন্দিরে ঘুরতে যান। অনেকেই শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে উঠে রানাঘাট নেমে খেয়া পার করে নবদ্বীপ যান। তাঁদের কাছে এই এসি লোকাল যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে। তেমনই মনে করছে রেল।

    সেপ্টেম্বর মাসের শেষ থেকেই শুরু হচ্ছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো উপলক্ষ্যে ঠাকুর দেখার জন্য বেরোন সাধারণ মানুষজন। লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের ভিড়ও হয় পুজোর দিনগুলিতে। নতুন দুটি এসি লোকাল চালু হলে যাত্রীদের মধ্যে উৎসাহ আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সোমবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা। সেখানেই এই দুটি ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়। মেট্রো নয়া পরিষেবায় যাত্রী সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। তার সঙ্গে পাল্লা দিতে এসি রেক বৃদ্ধি করা হচ্ছে। এমনই পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)