এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) গ্রুপ সি, গ্রুপ ডি আদালত অবমাননার শুনানি আবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল শীর্ষ আদালতে। কিন্তু সময়ের অভাবে তা হয়ে ওঠেনি। আগামী মঙ্গলবার মামলাটি শোনা হবে।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয়, ‘দাগি অযোগ্য’ চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করে চাকরি বাতিল করতে হবে। তাঁদের বেতনও ফেরত দিতে হবে। নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির ‘দাগি’ শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে এসএসসির তরফে। যদিও তাঁদের এখনও বেতন ফেরত দিতে হয়নি। কলকাতা হাই কোর্টের রায় বহাল রাখে সুপ্রিম কোর্টও। তবে এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি ‘দাগি’ প্রার্থীদের তালিকা এখনও প্রকাশ করা হয়নি।
সেই নিয়ে আদালত অবমাননার মামলা করা হয়েছিল। মামলাটি করেছিলেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ। সেই মামলার শুনানি মঙ্গলবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে বলে জানালেন মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম।
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গত সপ্তাহেই ‘দাগি অযোগ্য’ শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। ওই তালিকায় ১৮০৬ জনের নাম রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর এসএসসি-র যে নিয়োগ পরীক্ষা রয়েছে, তাতে বসতে পারবেন না ‘দাগি অযোগ্যে’রা। অন্য দিকে, এখনও গ্রুপ সি, গ্রুপ ডি ‘দাগি অযোগ্য’দের তালিকা কেন প্রকাশ করা হয়নি, সেই নিয়েই সুপ্রিম কোর্টে মামলা চলছে।