কলকাতা লিগ থেকে বিদায় মোহনবাগানের, সবুজ-মেরুনের আশা শেষ সুরুচি, কাস্টমসের জয়ে
আনন্দবাজার | ০২ সেপ্টেম্বর ২০২৫
কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলার আশা শেষ হয়ে গেল মোহনবাগানের। মঙ্গলবার সুরুচি সংঘ এবং কাস্টমস নিজেদের ম্যাচ জেতায় গ্রুপ ‘এ’র প্রথম তিন দলের মধ্যে থাকতে পারছে না সবুজ-মেরুন। স্থগিত হয়ে যাওয়া মেসারার্স ম্যাচ থেকে মোহনবাগান তিন পয়েন্ট পেলেও সুপার সিক্সে যেতে পারবে না।
মঙ্গলবার কাস্টমস ২-১ ব্যবধানে হারিয়েছে কালীঘাট এসএলকে। অন্য দিকে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতেছে সুরুচি সংঘ। এই দুই ম্যাচের পর প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ ‘এ’তে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। ১১ ম্যাচে লাল-হলুদ শিবিরের সংগ্রহ ২৩। দ্বিতীয় স্থানে শেষ করল সুরুচি সংঘ। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ক্লাব ১১টি ম্যাচ খেলে পেয়েছে ২২ পয়েন্ট। কাস্টমসেরও ১১ ম্যাচে ২২ পয়েন্ট। তবে গোলপার্থক্যে তারা রয়েছে তৃতীয় স্থানে।
এই মুহূর্তে মোহনবাগানের ১০ ম্যাচে ১৭। তারা পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পুলিশ এসি। এই পরিস্থিতিতে পয়েন্ট তালিকায় এগোনোর সুযোগ নেই মোহনবাগানের। কারণ স্থগিত হয়ে যাওয়া মোহনবাগান-মেসারার্স ম্যাচ হলে এবং মোহনবাগান সেই ম্যাচ জিতলে তাদের ১১ ম্যাচে সর্বোচ্চ ২০ পয়েন্ট হতে পারে। ফলে প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ ‘এ’র প্রথম তিন দলের মধ্যে আসার কোনও সুযোগ থাকছে না।
কলকাতা লিগের সূচি অনুযায়ী, গত ১৩ অগস্ট মেসারার্স ক্লাবের বিরুদ্ধে দল নামায়নি মোহনবাগান। সেই সময় চলছিল ডুরান্ড কাপ। কলকাতা লিগে মোহনবাগানের স্কোয়াডের ১৬ জন ফুটবলার ডুরান্ডেও নথিভুক্ত ছিলেন। তাই ক্লাব জানিয়েছিল, দু’টি প্রতিযোগিতা একসঙ্গে খেলা সম্ভব নয়। ডুরান্ড হয়ে গেলে আবার কলকাতা লিগ খেলবে তারা।
কিন্তু আইএফএ তা মানতে চায়নি। সূচি মেনে নৈহাটিতে ম্যাচের আয়োজন করা হয়েছিল। মেসারার্স টিম লিস্ট জমা দিয়ে মাঠেও নেমে পড়ে। কিন্তু মোহনবাগান টিম লিস্ট জমা দেয়নি। সেই ম্যাচের ফল কী হবে তা নিয়ে আইএফএ এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। পরে সেই ম্যাচ আয়োজন করা হবে, না কি মেসারার্সকে ওয়াকওভার দেওয়া হবে তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।
সেই ম্যাচ যদি আবার আয়োজন করা হয় এবং তাতে মোহনবাগান জেতে, তা হলেও প্রথম তিন দলের মধ্যে আসতে পারবে না সবুজ-মেরুন শিবির। ফলে কলকাতা লিগে সুপার সিক্সে খেলার আশা শেষ হয়ে গেল আইএসএল চ্যাম্পিয়নদের।