• বাবার তৈরি দল থেকেই সাসপেন্ড কেসিআর-কন্যা
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • হায়দরাবাদ:  তেলেঙ্গানায় ক্ষমতা হারানোর পর বেকায়দায় কে চন্দ্রশেখর রাও (কেসিআর)। ইতিমধ্যেই সিবিআই তদন্তের মুখে পড়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর তা নিয়েই কেসিআরের দল বিআরএসের অভ্যন্তরীন বিবাদ বেআব্রু হয়ে পড়ল। সোমবার বাবার বিরুদ্ধে সিবিআই তদন্ত নিয়ে দলের অন্দরেই ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতা। তাঁর অভিযোগের তির ছিল প্রাক্তন মন্ত্রী তথা তুতোভাই টি হরিশ রাওয়ের বিরুদ্ধে। এরপরেই মঙ্গলবার তাঁকে দল থেকে সাসপেন্ড করল বিআরএস। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। কলেশ্বরম প্রজেক্টে দুর্নীতির অভিযোগ উঠেছে বিআরএস প্রতিষ্ঠাতা কেসিআরের বিরুদ্ধে। গত সপ্তাহে এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে তেলেঙ্গানার কংগ্রেস সরকার। তারপরেই হরিশ রাওকে কাঠগড়ায় তুলেছিলেন কবিতা।
  • Link to this news (বর্তমান)