মোদির রাজ্যে জমি-দুর্নীতি, বিজেপির অন্দরেই কোন্দল, কাগঠড়ায় প্রাক্তন মন্ত্রী
বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
আমেদাবাদ: রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বর্তমানে বিজেপি বিধায়ক। অথচ তিনি পেশায় কৃষক! মোদির রাজ্য গুজরাতে বিজেপি নেতা রমণ ভোরার বিরুদ্ধে ভুয়ো কৃষক পরিচয় দিয়ে জমি দুর্নীতির অভিযোগ উঠেছে। আর তা নিয়ে সোচ্চার গেরুয়া দলেরই একাংশ। ভোরার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন বিজেপির আর এক নেতা পুনম মাকওয়ানা। ভোরার আয়কর সংক্রান্ত তথ্যও খতিয়ে দেখার জন্য জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন তিনি। ভোরা পরিবারের যাবতীয় জমি হস্তান্তর রদের দাবিতেও সোচ্চার মাকওয়ানা। ভোরার বিরুদ্ধে বেআইনিভাবে জমি লেনদেনের মাধ্যমে বহু কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছেন মাকওয়ানা। তাঁর দাবি, ২০০৪ সালে নিজেকে ভুয়ো কৃষক পরিচয় দিয়ে কৃষিজমি কেনেন ভোরা। নথি জাল করে কেনা সেই জমি স্ত্রী ও পুত্রের নামে হস্তান্তর করেন। তারপর দীনেশ প্যাটেল নামে এক ঘনিষ্ঠের কাছে ৩.৭ কোটি টাকায় ওই জমি বিক্রি করা হয়। এখানেই শেষ নয়। দীনেশ জমির চরিত্র বদল করেন। অকৃষি জমি হিসেবে নথিভূক্ত করে তা ফের ভোরার দুই ছেলের কাছে হস্তান্তর করা হয়।
দাপুটে নেতা ভোরার এই কীর্তি নিয়ে দলের অন্দরেই তোলপাড় পড়েছে। শুধু মাকওয়ানা নন, ভোরার বিরুদ্ধে সরব হয়েছেন আর এক বিজেপি নেতা প্রকাশ পারমারও। জেলাশাসকের কাছে তিনি চিঠি লিখে তিনি অভিযোগ করেছেন, ভোরার বিরুদ্ধে বেআইনিভাবে জমির রেকর্ড বদলের একাধিক প্রমাণ তাঁর কাছে রয়েছে।