নয়াদিল্লি: রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল ক্রয় নিয়ে গোঁসা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার। এরজেরে ভারতীয় পণ্যে উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। সবমিলিয়ে ধার্য শুল্কের পরিমাণ ৫০ শতাংশ। ট্রাম্প সরকারের দাবি, ভারতের তেল আমদানির ফলে লাভবান হচ্ছে রাশিয়া। এমনকি রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ‘মোদির যুদ্ধ’ বলেও দাগিয়ে দিয়েছেন ট্রাম্প প্রশাসনের এক কর্তা। কিন্তু রুশ তেল আমদানি করে কত টাকা আয় করেছে ভারত? এব্যাপারে নানা ধরনের হিসেব উঠে এসেছে।লাভের হিসেবে হেরফের থাকলেও রুশ তেল কিনে যে ভারত লাভবান হয়েছে, তা নিয়ে কোনও রিপোর্টেই সংশয় নেই। সংবাদ সংস্থা রয়টার্সের মতে, ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের জুন মাসের মধ্যে কমদামে রাশিয়ার তেল কেনায় অন্তত ১৭ বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে ভারতের তেল সংশোধনাগারগুলির। অন্যান্য সংস্থাগুলির মতে, এই লাভের পরিমাণ ১৩ থেকে ২৬ বিলিয়ন ডলার।
২০২২ সালে যখন রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হয় তখন নিজের প্রয়োজনের মাত্র ২ শতাংশ তেল রাশিয়া থেকে আমদানি করত ভারত। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার উপরে পশ্চিমি দুনিয়ার একের পর এক নিষেধাজ্ঞার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যাপক বাড়ে। অন্যদিকে বেশ কিছুটা ছাড়ে ভারতকে তেল বিক্রি করবার প্রস্তাব দিয়েছিল রাশিয়া। যার জেরে শেষ তিন বছরে রাশিয়ান তেলের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারী দেশ হয়ে উঠেছে ভারত। একটি রিপোর্টে দাবি, রুশ তেল কেনায় ৩৯ মাসে অন্তত ১২.৬ বিলিয়ন মার্কিন ডলার সরাসরি সাশ্রয় হয়েছে ভারতের। যদিও রয়টার্সের মতে, এর পরিমাণ ১৭ বিলিয়ন ডলার। অনন্ত রঙ্গনাথন নামে এক প্রখ্যাত লেখক সমাজমাধ্যমে দাবি করেছেন, ভারত অন্তত ২৬ বিলিয়ন ডলার সাশ্রয় করেছে। পাশাপাশি তেল রপ্তানির জন্য তিন বিলিয়ন ডলার কর হিসেবেও আদায় করেছে।
২০২২-২৩ অর্থবর্ষে আন্তর্জাতিক বাজারের তুলনায় গড়ে ১৩ ডলার কম ছিল প্রতি ব্যারেল রাশিয়ান তেলের দাম। ফলে প্রায় ৪.৮৭ বিলিয়ন ডলার সাশ্রয় করেছিল ভারত। পরের বছর এই সাশ্রয় ছিল প্রায় ৫.৪১ বিলিয়ন ডলার। গড়ে প্রতি
ব্যারেল রাশিয়ান তেলের দাম ছিল গড়ে ৮.৮৯ ডলার কম। ২০২৪-২৫ অর্থবর্ষে অবশ্য সাশ্রয়ের অঙ্কটা কমে দাঁড়ায় মাত্র ০.৮৩ বিলিয়ন ডলার। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথমদিকে কম দামে রুশ তেলের ফায়দা তুলতে পেরেছে ভারত। বিশ্ববাজারে তেলের দামে বিপুল বৃদ্ধি সত্ত্বেও ভারতের তেমন কোনও আর্থিক ক্ষতি হয়নি। আমেরিকার ট্রেজারি সচিব স্কট বেসেন্টের দাবি, ভারতীয় সংস্থাগুলি রাশিয়ার তেল শোধন করে বিক্রির মাধ্যমে ‘১৬ বিলিয়ন ডলার’ অতিরিক্ত লাভ করেছে।