• উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোটের আগে এক কোটি ‘ভুয়ো’ ভোটারের খোঁজ!
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • লখনউ: বিভিন্ন রাজ্যে ভোটার তালিকায় গরমিল নিয়ে বিতর্ক অব্যাহত। তার মধ্যেই প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশে ১ কোটি ‘সন্দেহজনক’ ভোটারের সন্ধান পেল নির্বাচন কমিশন। কিছুদিন পরেই যোগীরাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে ভোটার তালিকা খতিয়ে দেখতে গিয়ে এই বিপুল পরিমাণ ভোটারের খোঁজ মেলে। কমিশন সূত্রে খবর, বহু ভোটারের নাম, ঠিকানা, বর্ণ, লিঙ্গ এবং বয়স প্রায় এক। এর ফলেই ওই ভোটারদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রথম উত্তরপ্রদেশে ভোটার তালিকা খুঁটিয়ে দেখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে কমিশন। আর তাতেই কয়েক কোটি ভোটারদের মধ্যে থেকে এই ‘সন্দেহজনক’দের চিহ্নিত করা সম্ভব হয়েছে। পরবর্তী পদক্ষেপ করার জন্য কমিশনকে পরামর্শও দিয়েছে 

    কৃত্রিম বুদ্ধিমত্তা। এই রিপোর্ট 

    পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে কমিশন। বুথ লেভেল অফিসারদের (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের পরিচয় খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ভুয়ো ভোটারদের সন্ধান পেলে সঙ্গে সঙ্গে সেই নাম বাদ দিতে বলা হয়েছে। 

    উত্তরপ্রদেশের রাজ্য নির্বাচনী আধিকারিক রাজপ্রতাপ সিং জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধনের জন্য এখন থেকে ফেস রেকগনিশন সিস্টেম ও এআই প্রযুক্তি ব্যবহারের উপরেই জোর দেওয়া হচ্ছে। সংবেদনশীল বুথগুলিতে ভুয়ো ভোটারদের খুঁজে বের করতে এই ব্যবস্থা কার্যকরী ভূমিকা পালন করছে। যে নাম নিয়ে সন্দেহ 

    দেখা দিয়েছে, তার প্রত্যেকটির বৈধতা খতিয়ে দেখার জন্য জেলাশাসকদের বলা হয়েছে। কোনও নাম নিয়ে অভিযোগ এলেও তার তদন্ত করতে হবে।
  • Link to this news (বর্তমান)