কার্টুনিস্টের আগাম জামিন মঞ্জুর কোর্টের
বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী মোদি ও আরএসএস সম্পর্কে বিতর্কিত ব্যঙ্গচিত্রের অভিযোগ। মধ্যপ্রদেশে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার কার্টুনিস্ট হেমন্ত মালব্যের আগাম জামিনের আর্জি মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নেওয়ার বিষয়টি মাথায় রেখে শীর্ষ আদালত তাঁকে শর্তসাপেক্ষে রেহাই দিয়েছে। বলেছে, তদন্তের প্রক্রিয়ায় পুলিসের সঙ্গে সহযোগিতা না করলে জামিন খারিজ হতে পারে। ইন্দোরের কার্টুনিস্ট হেমন্ত মালব্যকে এর আগে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়।
Link to this news (বর্তমান)