• পুলিসকে লক্ষ্য করে গুলি, চম্পট ধর্ষণে অভিযুক্ত আপ বিধায়কের
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • অমৃতসর: প্রথমে পুলিসকে লক্ষ্য করে গুলি। তারপর পুলিসকর্মীকে গাড়ি চাপা দিয়ে চম্পট। এমনই অভিযোগ পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) বিধায়ক হরমিত পাঠানমাজরার বিরুদ্ধে। মঙ্গলবার ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিস। কিন্তু তারপরই চম্পট দেন তিনি। আর পালানোর সময় যা তাণ্ডব দেখান, তা সিনেমার চাইতে কিছু কম নয়। শুধু ধর্ষণ নয়, হরমিতের বিরুদ্ধে এক মহিলাকে প্রতারণা ও হুমকির অভিযোগও রয়েছে। অভিযোগকারিণীর দাবি, ২০১৩ সাল থেকে হরমিত তাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০২১ সালে দু’জনে বিয়েও করেন। হরমিত শুরু থেকেই দাবি করে এসেছেন তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। অভিযোগকারিণী নিজেও বিবাহবিচ্ছিন্না। কিন্তু ২০২২ সালে পাঞ্জাবের সনৌর থেকে হরমিত নির্বাচনে দাঁড়ালে হলফনামায় নিজের প্রথম স্ত্রীর নামই উল্লেখ করেন। এর থেকেই স্পষ্ট হয় যে, তিনি মিথ্যে বলেছেন। অভিযোগকারিণীর দাবি, এ বিষয়ে প্রশ্ন করলে হরমিত বলতেন শীঘ্রই বিবাহবিচ্ছেদ করবেন। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও তা হয়নি। উল্টে এই নিয়ে কথা বলতে গেলেই রণমূর্তি ধরতেন হরমিত। হুমকি দিতেন বলেও অভিযোগ। বাধ্য হয়ে বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ দায়ের করেন ৪৫ বছরের ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতেই হরমিতকে গ্রেপ্তার করে পুলিস। কিন্তু থানায় নিয়ে যাওয়ার পথে পুলিসের উপরই হামলা চালায় হরমিতের সঙ্গীরা। বিধায়ক নিজেও যোগ দেন তাদের সঙ্গে। পুলিসকে লক্ষ‌্য করে গুলি চালিয়ে অন্য গাড়িতে উঠে পালিয়ে যান অভিযুক্ত বিধায়ক। আপাতত তাঁর খোঁজ চলছে বলেই জানিয়েছে পাঞ্জাব পুলিস।  কিছুদিন আগে পাঞ্জাবের বন্যা পরিস্থিতি নিয়ে নিজের দল আপের ক্ষোভ উগরে দেন হরমিত। তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়েও সোশ্যাল মিডিয়ায় সরব হন হরমিত। ব্যাপারটা চক্রান্ত বলেই দাবি করেন তিনি। কার্যত হুঁশিয়ারির সুরে জানিয়ে দেন, কোনওভাবেই তাঁকে দমানো যাবে না।
  • Link to this news (বর্তমান)