আমার প্রয়াত মাকে নিয়েও অশ্লীল মন্তব্য করা হল: প্রধানমন্ত্রী, কংগ্রেস-আরজেডিকে নিশানা মোদির
বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি: আমার মৃত মাকেও রেহাই দেওয়া হল না। প্রকাশ্য মঞ্চে তাঁকে নিয়ে অশ্লীল মন্তব্য করা হল। এটা শুধু আমার মা নয়, গোটা দেশের মা-বোনেদের অপমান। মোদি হয়তো ক্ষমা করে দেবে। কিন্তু বিহারের মাটি তথা ভারত কোনওদিন মায়ের অপমান সহ্য করেনি, করবে না। মঙ্গলবার বিহারে রাজ্য জীবিকা নিধি শাখ সহকারী সঙ্ঘ লিমিটেডের ভার্চুয়াল উদ্বোধন হল। আর সেই অনুষ্ঠান থেকেই কংগ্রেস-আরজেডিকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) এর প্রতিবাদে রাজ্যে ভোটাধিকার যাত্রা কর্মসূচি নিয়েছিলেন রাহুল গান্ধী ও তেজস্বী যাদব। এই যাত্রারই একটি মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মা সম্পর্কে অভব্য শব্দ ব্যবহার করা হয় বলে অভিযোগ। এবার সেই ঘটনা নিয়েই সরব হলেন মোদি। যদিও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘ভিক্টিম কার্ড’ ব্যবহারের অভিযোগ তুলে সরব বিরোধী শিবির। তাদের বক্তব্য, বিষয়টি নিয়ে অযথা হাওয়া গরম করছেন প্রধানমন্ত্রী। তেজস্বী দল আরজেডি ও রাহুলের দল কংগ্রেস বলেছে, অকারণ রাজনীতি করা হচ্ছে। যখন রাহুল গান্ধীর মাকে অপমান করা হয়, তখন কোথায় থাকেন মোদি? তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি ও দিদি’, সোনিয়া গান্ধীকে ‘জার্সি গোরু’, ‘কংগ্রেসের বিধবা’, শশী থারুরের স্ত্রীকে ‘৫০ কোটির গার্লফ্রেন্ড’ বলে কটাক্ষ করেছেন। আর এখন তাঁর মুখে এধরনের কথা মেনে নেওয়া গেল না। এদিকে, এই কুকথা বিতর্কে আগামী বৃহস্পতিবার পাঁচ ঘণ্টার বিহার বন্ধের ডাক দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।
দ্বারভাঙায় ভোটাধিকার যে মঞ্চে প্রধানমন্ত্রীর মায়ের নামে অশ্লীল মন্তব্য করা হয়,সেখানে রাহুল ও তেজস্বীর ছবিও ছিল। এদিন ভিডিও কনফারেন্সে মহিলাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে সেই প্রসঙ্গে টেনে মোদি বলেন, ‘কথাগুলি শোনার পর আমি যতটা কষ্ট পেয়েছি, ততটাই কষ্ট পেয়েছেন আপনারাও। মা আর নেই। রাজনীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না। কিন্তু মৃত্যুর পরও তাঁকে অপমান করা হল।’ মোদি বলেন, আপনারা এক দরিদ্র মায়ের ছেলেকে প্রধানমন্ত্রী করেছেন। এটা তাঁরা হজম করতে পারছেন না।