• ২ ঘণ্টার বৃষ্টিতে ২০ কিমি যানজট গুরুগ্রামে
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: দু’ঘণ্টার তুমুল বৃষ্টি। আর তাতেই স্তব্ধ অফিসনগরী গুরুগ্রাম। মেট্রো স্টেশন, সড়ক, জাতীয় সড়ক সর্বত্র ভিড় আর যানজট চোখে পড়ে সোমবার। অনেকেই দাবি করেছেন, গুরুগ্রামে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটে দেখা দিয়েছিল। আর তাতেই নাজেহাল অবস্থা তাঁদের। যানজটে দাঁড়িয়ে থাকতে থাকতে তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অনেকেই। এঁদেরই একজন শুভম গুপ্ত। তিনি বলেন, অন্যদিন ১২ কিলোমিটার দূরে তাঁর বাড়ি যেতে ১০ থেকে পনেরো মিনিট সময় লাগে। সোমবার সেই পথ যেতে ৬ ঘণ্টা সময়

     লেগেছে। এক্স হ্যান্ডলে শুভম তাঁর এক সহকর্মীর যানজটের অভিজ্ঞতা তুলে ধরেছেন। অফিস থেকে তিন কিমি দূরের বাড়ি পৌঁছতে লেগেছে ৩ ঘণ্টা! ভাইরাল হওয়া একাধিক ভিডিওতেও ধরা পড়েছে দীর্ঘ যানজটের ছবি।
  • Link to this news (বর্তমান)