মুম্বই: মারাঠা সম্প্রদায়কে চাকরি ও শিক্ষাক্ষেত্রে সুবিধা দিতে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলনের সূত্রপাত। সরকারি আশ্বাস পেয়ে শেষমেশ মঙ্গলবার পাঁচদিনের অনশন প্রত্যাহার করলেন মারাঠা আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে। এদিন আজাদ ময়দানে অনশন স্থলে পৌঁছন মহারাষ্ট্রের মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে পাতিল। মনোজকে ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করান তিনি। জারাঙ্গের চোখে তখন জল। উচ্ছ্বাসে মেতে ওঠে সমর্থকরাও। পরে মেডিক্যাল চেক-আপের জন্য
তাঁকে অনশন স্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর আটটি দাবির মধ্যে ৬টি দাবি মানতে রাজি হয়েছে মহারাষ্ট্র সরকার। এনিয়ে শীঘ্রই আলোচনা হবে। ২০১৮ সালে মহারাষ্ট্র সরকার মারাঠা সম্প্রদায়কে বিশেষ কোটার অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু ২০২১ সালে তা বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এরপর থেকেই আন্দোলন আরও জোরালো হয়।