নয়াদিল্লি: নিম্ন আদালতের পর এবার দিল্লি হাইকোর্টেও মিলল না সুরাহা। সমাজকর্মী উমর খালিদ, শারজিল ইমাম ও আরও সাত জনের জামিনের আর্জি মঙ্গলবার খারিজ হয়ে গেল। ২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে সিএএ এবং এনআরসি বিরোধী বিক্ষোভ থেকে গোষ্ঠী সংঘর্ষ ছড়িয়ে পড়ার ঘটনায় খালিদ, ইমামদের বিরুদ্ধে কঠোর ইউএপিএ ধারায় গ্রেপ্তার করা হয়েছিল। বিচার প্রক্রিয়া চলাকালীন গ্রেপ্তারের পর ২০২০ সাল থেকে তাঁরা জেলেই রয়েছেন।