• সিভিককে হেফাজতে নিয়ে উদ্ধার ৩২ কেজি চা পাতা
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ধৃত সিভিক ভলান্টিয়ারের হেফাজত থেকে উদ্ধার হল খোওয়া যাওয়া প্রায় ৩২ কেজি চা পাতা ও চুরির কাজে ব্যবহৃত বাইক। গত ২৯ আগস্ট চা পাতা চুরির অভিযোগে গ্রেপ্তার হয় সিভিক ভলান্টিয়ার ও তার আরএক সঙ্গী। পুলিস জানিয়েছে, ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম উত্তম বর্মন, অপর ধৃতের নাম বিশ্বজিৎ চৌধুরী (বিটলা)। উত্তম বর্মন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের নিউ জলপাইগুড়ি ট্রাফিক গার্ডে কর্মরত। অভিযোগ, এনজেপি সংলগ্ন টি পার্ক থেকে চা পাতা বোঝাই যে গাড়িগুলি রাস্তায় চলাচল করত, সেই চলন্ত গাড়িগুলি থেকে  চা পাতার বস্তা নামিয়ে নেওয়া হতো। শুধু চা পাতাই নয়, বিভিন্ন পথচলতি গাড়ি থেকেও নানা পণ্যসামগ্রী এই দু’জন চুরি করত বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।

    অনেকদিন ধরে দেখা যাচ্ছিল গাড়িগুলি থেকে চা পাতার বস্তা নামিয়ে নিত এই দু’জন। সেখান থেকে বাইকে করে বস্তাগুলি অন্যত্র নিয়ে যাওয়া হতো। এনজেপি থানায় চা পাতা চুরি সংক্রান্ত অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে গত শুক্রবার রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিস দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতদের তিনদিনের জন্য নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে অম্বিকানগর সংলগ্ন  মাইকেল মধুসূদন কলোনির গার্ডপাড়ার একটি ঘর থেকে উদ্ধার হয় ৩২ কেজি চা পাতা। উদ্ধার হয় চুরির কাজে ব্যবহৃত বাইকটিও। 

    শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি রাকেশ সিং বলেন, আমরা ঘটনার তদন্ত চালাচ্ছি। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)