• কাঁচা পাতার দাম মিলছে না, টি বোর্ডের অফিসে বিক্ষোভ
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কাঁচা পাতার দাম মিলছে না। এই অভিযোগে মঙ্গলবার জলপাইগুড়িতে টি বোর্ডের অফিসের সামনে বিক্ষোভ দেখান ক্ষুদ্র চা চাষিরা। তাঁদের বক্তব্য, গত কয়েকমাস ধরে কাঁচা চা পাতার দাম তলানিতে ঠেকেছে। ১৪ টাকা কেজি কিংবা তার চেয়েও কম দরে পাতা বিক্রি করতে হচ্ছে। ফলে উৎপাদন খরচ উঠছে না। এনিয়ে বারবার বলা হয়েছে। কিন্তু টি বোর্ড কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। ফলে বাধ্য হয়ে আন্দোলনে নামা হয়েছে।

    জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী বলেন, দশদিন সময় দেওয়া হয়েছে। এরমধ্যে যদি টি বোর্ড কর্তৃপক্ষ কাঁচা পাতার দাম নিয়ে কোনও পদক্ষেপ না করে, সেক্ষেত্রে উত্তরবঙ্গজুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন ক্ষুদ্র চা চাষিরা। তাঁর দাবি, গোটা উত্তরবঙ্গে ক্ষুদ্র চা চাষের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দশ লক্ষ মানুষ জড়িত। কাঁচা পাতার দাম না বাড়লে সঙ্কট চরমে পৌঁছবে। কারণ, ক্ষুদ্র চা বাগান মালিকরা বোনাস দিতে পারবেন না।

    ওয়েস্টবেঙ্গল ইউনাইটেড ফোরাম অব স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রজত রায় কার্জি বলেন, এরআগেও শিলিগুড়িতে টি বোর্ড কর্তৃপক্ষকে ছ’দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম ছিল কাঁচা পাতার দাম তলানিতে ঠেকার বিষয়টি। অথচ টি বোর্ড এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি। কাঁচা চা পাতার দাম নিয়ে টি বোর্ডের আধিকারিকরা অবশ্য এদিন কোনও মন্তব্য করতে চাননি।
  • Link to this news (বর্তমান)