মুতাহার কামাল, চোপড়া: বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের আইসিডিএস কর্মী সংগঠন চোপড়া ব্লক জুড়ে সক্রিয়তা বাড়িয়েছে, বিশেষ করে মহিলাদের কাছে পৌঁছনোর জন্য। প্রায় ৩৫০টির বেশি আইসিডিএস সেন্টারের আশপাশে ‘পাড়া বৈঠক’ করা হচ্ছে। প্রতিটি বৈঠকে, স্থানীয় মহিলাদের একত্রিত করে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং মহিলাদের জন্য বিশেষ সুবিধাগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে।
তৃণমূলের আইসিডিএস সংগঠনের চোপড়া ব্লক কমিটির সভাপতি গায়ত্রী সরকার বিশ্বাস বলেন, ২০২৬ সালের আসন্ন বিধানসভা নির্বাচনকে টার্গেট করে আমরা এই প্রচার অভিযান শুরু করেছি। আমাদের মূল উদ্দেশ্য হল তৃণমূল প্রার্থীর সমর্থনে এখন থেকেই সাধারণ মানুষের কাছে সরকারের সাফল্য তুলে ধরা। এই বৈঠকগুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সেইসব প্রকল্পের উপর যা সরাসরি মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্প। ইতিমধ্যেই একাধিক আইসিডিএস সেন্টারে এই ধরনের বৈঠক হয়েছে।
মঙ্গলবার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের আমতলা এলাকায় একটি পাড়া বৈঠক আয়োজিত হয়। এই বৈঠকে গায়ত্রী সরকার বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন আইসিডিএস কর্মী রুমকি হালদার, মহিলা অঞ্চল সভাপতি লিপি খাতুন, গোলবানু খাতুন সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। এধরনের বৈঠকগুলির মাধ্যমে তৃণমূলের আইসিডিএস সংগঠন শুধু রাজনৈতিক প্রচার চালাচ্ছে না বরং তৃণমূল স্তরের মহিলাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাঁদের অভাব-অভিযোগ শোনারও চেষ্টা করছে। সংগঠন মনে করছে, এই ধরনের জনসংযোগ আগামী নির্বাচনে তাদের জন্য একটি ইতিবাচক ফল নিয়ে আসবে। এই কৌশলটি শুধু ভোটের জন্য নয়, বরং সাধারণ মানুষের মধ্যে সরকারের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়াতেও সহায়ক হবে। তৃণমূল নেতৃত্বের আশা, এই প্রচারের মাধ্যমে তারা মহিলাদের সমর্থন আরও দৃঢ় করতে পারবে। - নিজস্ব চিত্র