• ইসলামপুরের উত্তর কালানাগিনে মহিলার কপালে বন্দুক ঠেকিয়ে লুট
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, ইসলামপুর: মহিলার কপালে বন্দুক ঠেকিয়ে লুট। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ইসলামপুরের উত্তর কালানাগিন এলাকায়। এক মহিলার ঘরে চোর ঢুকেছিল। হঠাৎ ঘুম ভেঙে ঘরে চোরকে দেখতে পেয়ে চিৎকার করতেই কপালে বন্দুক ঠেকিয়ে চুপ থাকতে বলে দুষ্কৃতী। এমনটিই দাবি ক্ষতিগ্রস্ত মহিলা ফুলমালা মণ্ডলের। ওই একই রাতে আরও একটি বাড়ি ও একটি মন্দিরে চুরি হয়েছে। এর আগেও ওই এলাকায় একাধিক চুরি হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, পুলিস চুরির ঘটনার সঠিক তদন্ত করে না।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে উত্তর কালানাগিনের কৃষ্ণ মন্দির, ফুলমালা মণ্ডল ও সুখ বিশ্বাসের বাড়িতে চুরি হয়েছে। ফুলমালাদেবীর স্বামী পরিযায়ী শ্রমিক। বাড়িতে স্ত্রী ও মেয়ে থাকে। টিনের বেড়া দেওয়া বাড়ি তাঁদের। ফুলমালাদেবী বলেন, আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘরের ভিতরে চোরের উপস্থিতি বুঝতে পেরে চিৎকার করে উঠি। সেসময় দুষ্কৃতী আমার কপালে বন্দুক ঠেকিয়ে চুপ থাকতে বলে। এরপর মেয়ের ঘুম ভেঙে যায়। সেসময় দুষ্কৃতী পালিয়ে যায়। দু’টি মোবাইল ফোন, নগদ ৩০ হাজার টাকা, একজোড়া পায়েল ও কানের গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী। বেড়া কেটে ঘরে ঢুকেছিল দুষ্কৃতী। তার মুখে কালো কালি মাখা ছিল। 

    আরেক ক্ষতিগ্রস্ত সুখ বিশ্বাস বলেন, রাতে বৃষ্টি হচ্ছিল। সেই সুযোগেই চুরি হয়েছে। ঘরের তালা ভেঙে জল তোলার মটর ও অন্যন্য জিনিসপত্র চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন বাড়ই বলেন, কৃষ্ণ মন্দিরের তালা ভেঙে রুপোর তৈরি কৃষ্ণের বাঁশি, সোনার টিকলি, পিতলের প্রদীপ, কাঁসার থালা ও ঘণ্টা, রাধা-কৃষ্ণের দু’টি রুপোর মালা ও প্রণামী বাক্সে থাকা টাকাপয়সা চুরি হয়েছে। এই মন্দিরেই ১ জুলাই চুরি হয়েছিল। ২৫ আগস্ট এলাকার একটি বাড়িতে চুরি হয়েছে। একের পর এক চুরির ঘটনায় বাসিন্দারা আতঙ্কিত। চুরির অভিযোগ করলে কিছু ক্ষেত্রে পুলিস রিসিভ কপি দেয় না। এমনকী তদন্তও করে না। ইসলামপুরের অতিরিক্ত পুলিস সুপার ডেন্ডুপ শেরপা বলেন, থানাকে প্রতিটি চুরির ঘটনা ভালো করে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)