সংবাদদাতা, হলদিয়া: মঙ্গলবার হলদিয়ার রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমকে চোখের চিকিৎসার জন্য অত্যাধুনিক আই স্লিট ল্যাম্প মেশিন দিল হলদিয়ার একটি শিল্প সংস্থা। মিশন আশ্রমের চোখের হাসপাতাল নেত্রালয়ে ওই যন্ত্রের সাহায্যে চোখের কর্নিয়া, রেটিনা সহ বিভিন্ন অংশের সহজে পরীক্ষা ও রোগ নির্ণয় করা যাবে। এদিন সন্ধ্যায় মিশনের সাধারণ সম্পাদক স্বামী বিবেকাত্মানন্দজি মহারাজের হাতে চিকিৎসা সরঞ্জাম তুলে দিয়েছেন শিল্প সংস্থার ইউনিট হেড সুদীপ্ত রক্ষিত। মিশনের সাধারণ সম্পাদক বলেন, হলদিয়ার মানুষকে চোখের চিকিৎসায় উন্নত পরিষেবা পৌঁছে দিতে পাশে দাঁড়িয়েছে একটি সংস্থা। তাদের সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের মাধ্যমে আধুনিক ‘স্লিট ল্যাম্প’ দিয়েছে।-নিজস্ব চিত্র