• আজ রাত ৮টা থেকে ১০ ঘণ্টা বন্ধ থাকবে জাতীয় সড়ক, অবশেষে হলদিয়ার ব্রজলালচকে বিপজ্জনক গেট সরাবে এইচডিএ
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, হলদিয়া: অবশেষে ‘বিপজ্জনক’ হলদিয়া গেট ভেঙে ফেলা হচ্ছে। আজ, বুধবার রাতে ১০ঘণ্টার জন্য হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে বিপজ্জনক গেটটি সরানোর কাজ করা হবে। আজ ৩ সেপ্টেম্বর, বুধবার রাত ৮টা থেকে ৪সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ। যান চলাচল নিয়ন্ত্রণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে এইচডিএ সর্বসাধারণের উদ্দেশে জানিয়েছে, জেলাশাসকের নির্দেশ অনুসারে ১১৬নম্বর জাতীয় সড়কে ব্রজলালচক থেকে কাপাসএড়িয়া পর্যন্ত অংশে ১০ঘণ্টার জন্য গাড়ি যাতায়াত বন্ধ থাকবে। ওই সময়ে গাড়িগুলি ব্রজলালচক, চৈতন্যপুর, মহিষাদল, নন্দকুমার বাজার হয়ে বিকল্প পথে চলাচলের জন্য এইচডিএর তরফে অনুরোধ জানানো হয়েছে। 

    এইচডিএ সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়ক বন্ধ থাকার ব্যাপারে মঙ্গলবার সকাল থেকে হলদিয়াজুড়ে মাইকিং চলছে। গাড়ি চলাচল বন্ধ থাকবে বলে শিল্প সংস্থাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। এইচডিএর চিফ এগজিকিউটিভ অফিসার কোন্থাম সুধীর বলেন, ব্রকলালচকে হলদিয়া গেট বিপজ্জনক অবস্থায় ছিল। সেটি সরিয়ে ফেলা হবে। এজন্য জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে একটি পাবলিক নোটিস দেওয়া হয়েছে। 

    এইচডিএ সূত্রে জানা গিয়েছে, বন্দর শহরের প্রবেশপথ ব্রজলালচকে ২০১৩সালে ২ কোটি টাকা ব্যয়ে ওই ‘আইকনিক গেট’ তৈরি করেছিল হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ(এইচডিএ)। দীর্ঘদিন মেরামতের অভাবে গেটটি বিপজ্জনক হয়ে উঠেছে। ২০২৩ সাল নাগাদ ওই গেটের কাঠামো পরীক্ষা করতে গিয়ে চমকে যান এইচডিএর ইঞ্জিনিয়াররা। 

    প্রায় আট মাস আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ টিম ওই গেটের বর্তমান কাঠামোর স্বাস্থ্য পরীক্ষার পর সেটি দ্রুত সরিয়ে ফেলার পরামর্শ দেয়। এরপরই গেটের কাঠামো সরিয়ে ফেলার তোড়জোড় শুরু হয়। কিন্তু টেন্ডার প্রক্রিয়ার এজেন্সি খুঁজে পেতে দেরি হচ্ছিল। শেষমেষ স্থানীয় একটি এজেন্সি বিপজ্জনক গেট সরানোর বরাত পেয়েছে। গেট নিয়ে প্রায় এক বছর ধরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। স্থানীয় বাসিন্দারা বলেন, বিশাল ওই লোহার কাঠামো প্রায় দু’বছর ধরে অরক্ষিত অবস্থায় পড়েছিল। মেরামতির অভাবে মরচে পড়ে কাঠামো দুর্বল হয়ে পড়ে। যে কোনও সময়ে এটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা ছিল। তবে শেষমেষ এটি ভাঙা হচ্ছে, এটাই স্বস্তির খবর। ওই গেট সরানোর পর নতুন করে ফের গেট তৈরি করা হবে বলে এইডিএ সূত্রে জানা গিয়েছে। প্রথমে ঠিক হয়েছিল, ডিজাইন পরিবর্তন করা হবে। তবে ইঞ্জিনিয়ারদের কাছ থেকে তেমন আশ্বাস মেলেনি। পুরনো ডিজাইনেই ফের গেটটি তৈরি করা হবে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)