নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গ পাখির চোখ পদ্ম শিবিরের। এজন্য আজ, বুধবার শিলিগুড়িতে দলের জেলা নেতা-নেত্রীদের নিয়ে জোনাল পর্যায়ের কর্মশালা করবে বিজেপি। কিন্তু মণ্ডলস্তরে পদ্ম শিবিরের ফাটল আরও চওড়া হচ্ছে। মঙ্গলবার বিজেপির রানিগঞ্জ-বিন্নাবাড়ি মণ্ডল কমিটি থেকে আরও দু’জন পদত্যাগ করেছেন। যারমধ্যে একজন মণ্ডলের যুব সভাপতি। পাঁচদিনে এনিয়ে মণ্ডল কমিটি থেকে ইস্তফা দিয়েছেন চারজন। শুধু খড়িবাড়ি নয়, বিভিন্ন প্রান্তে এমন দ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এনিয়েই চরম অস্বস্থিতে দলের জেলা নেতৃত্ব।
বিজেপির উত্তরবঙ্গের কনভেনার তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন অবশ্য বলেন, দল বড় হচ্ছে। তাই হাতেগোনা কিছু জায়গায় ছোটখাট দ্বন্দ্ব রয়েছে। ছাব্বিশের নির্বাচন আসার আগেই মিটে যাবে। আর ওই কর্মশালা নিয়ে প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। কর্মশালায় নির্বাচনে লড়াই করার কৌশল নিয়েই আলোচনা করা হবে।
একদা বাংলায় পদ্ম শিবিরের ঘাঁটি ছিল উত্তরবঙ্গ। গত লোকসভা ভোটের পর থেকে সেই ঘাঁটি নড়বড়ে হয়ে গিয়েছে। গোটা উত্তরবঙ্গে তাদের সংগঠন কার্যত ঝিমিয়ে রয়েছে। ছাব্বিশের নির্বাচনের আগে দলের ভিত চাঙ্গা করতে তৎপর পদ্ম শিবির। এজন্য আজ, শিলিগুড়িতে তারা জোনাল পর্যায়ের কর্মশালা করবে। দলীয় সূত্রের খবর, দলের ন’টি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি এবং ২৯৫টি মণ্ডল সভাপতিকে কর্মশালায় ডাকা হয়েছে। কর্মশালা কাল, বৃহস্পতিবার পর্যন্ত চলবে। শিবিরে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী থাকবেন।
এমন প্রেক্ষাপটে খড়িবাড়িতে মণ্ডল কমিটি থেকে পদত্যাগের হিড়িক পদ্ম শিবিরে। দলীয় সূত্রে খবর, খড়িবাড়িতে বিজেপির দু’টি মণ্ডল কমিটি। যারমধ্যে রানিগঞ্জ-বিন্নাবাড়ি মণ্ডল দলীয় কোন্দলে জেরবার। এদিন মণ্ডলের যুব সভাপতি মৃন্ময় রায় ও দলের মণ্ডল কমিটির সম্পাদক শরসচন্দ্র সিংহ পদ থেকে ইস্তফা দিয়েছেন। দু’জনেই পদত্যাগপত্র মণ্ডল সভানেত্রীর কাছে পাঠিয়েছেন।
দু’বছর ধরে যুব সভাপতির পদে ছিলেন মৃন্ময়। তিনি বলেন, বর্তমান সভানেত্রীর সঙ্গে দলীয় কাজকর্ম করা যাচ্ছে না। সকলকে অন্ধকারে রেখে তিনি দল পরিচালনা করার চেষ্টা করছেন। দলের বয়স্ক ও অভিজ্ঞ নেতা-নেত্রীদের সম্মান করছেন না। তাই পদ থেকে ইস্তফা দিয়েছি। মণ্ডলের পদত্যাগী সধারণ সম্পাদক তাপস ঝা বলেন, পাঁচদিনে চারজন পদত্যাগ করেছেন। ওই সভানেত্রীকে কমিটি থেকে না সরালে আরও সাতজন ইস্তফাপত্র দাখিল করবেন। বিষয়টি দলের জেলা ও রাজ্য কমিটির কাছে জানানো হবে।
দল পরিচালনা নিয়ে এক নায়েকতন্ত্র কায়েমের অভিযোগ মানতে নারাজ মণ্ডল সভানেত্রী রিনা মণ্ডল অবশ্য বলেন, সকলকে সঙ্গে নিয়েই দল পরিচালনা করছি। সমগ্র বিষয় দলের জেলা নেতৃত্বকে জানানো হয়েছে। শীঘ্রই সকলের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানো হবে।