সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জের দু’জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিলের জেরে বাড়তি বাস চালাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এনবিএসটিসি)। ট্রেনের নন ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য রাধিকাপুর এক্সপ্রেস ও কুলিক এক্সপ্রেস সাময়িক বন্ধ রাখা হয়েছে। তাঁর ফলে যাত্রীদের বাড়তি চাপ রয়েছে কলকাতা যাওয়ার ক্ষেত্রে। সামনেই দুর্গাপুজো। ব্যবসায়ীদের নানা কাজে কলকাতায় যেতে হয়। পাশপাশি চিকিৎসার জন্যও অনেকে কলকাতায় যান। কলকাতায় যাওয়ার জন্য রাধিকাপুর এক্সপ্রেস এবং কুলিক এক্সপ্রেস এই দু’টি ট্রেনের উপরেই ভরসা করে থাকেন রায়গঞ্জবাসী। কিন্তু ট্রেন দু’টি বাতিল হওয়ায় বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের। রায়গঞ্জ থেকে কলকাতাগামী একাধিক সরকারি বাসে ভিড় বাড়ছে যাত্রীদের। টিকিটের চাহিদাও বাড়ছে প্রচুর পরিমাণে। কলকাতায় যেতে সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য বিশেষ ব্যবস্থা করেছে এনবিএসটিসি’র রায়গঞ্জ ডিপো। রায়গঞ্জ থেকে কলকাতায় যাওয়ার জন্য রাতে সংস্থার একটিমাত্র সরকারি বাস রয়েছে। পাশাপাশি আরও একটি বাস রিজার্ভে রাখা হচ্ছে। একটি বাসের সমস্ত সিট বুক হয়ে গেলে যাত্রীদের চাহিদা অনুযায়ী দ্বিতীয় বাসটিও ছাড়া হবে।
এনবিএসটিসি’র রায়গঞ্জ ডিপো ইনচার্জ বিজয় কুমার দাস বলেন, ট্রেন বাতিলের জেরে আমরা বাড়তি বাস ও কর্মীদের তৈরি রেখেছি। ৪ সেপ্টেম্বর পর্যন্ত আমরা এই বাসটি চালাব। উত্তর দিনাজপুর জেলা বাস ও মিনিবাস ওনারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন, ট্রেন বাতিলের জেরে যাত্রীদের চাপ রয়েছে। কলকাতা যাওয়ার জন্য চারটি বাস চলছে।