• ধৃত বিজেপির মণ্ডল সভাপতির ভাইয়ের জিম্মা থেকে বাইক, সোনার গয়না উদ্ধার
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: বিজেপির মণ্ডল সভাপতির ভাই ও তার তিন শাগরেদের থেকে চুরি যাওয়া নতুন মোটর বাইক ও সোনার গয়না উদ্ধার করল পুলিস। গত ১৮ আগস্ট ভূপতিনগর থানার জুখিয়া গ্রামের বাসিন্দা সহদেব শীর বাড়িতে চুরি হয়। তিনটি দরজার তালা ভেঙে নতুন মোটর সাইকেল ও সোনার গয়না চুরি হয়। পরদিন সহদেবের স্ত্রী সীতা শী ভূপতিনগর থানায় এফআইআর করেন। পরদিন ভূপতিনগর থানার পুলিস সমীরণ মিদ্যা, সঞ্জয় মিদ্যা, শম্ভু দাস ও অরিন্দম শাসমলকে গ্রেপ্তার করে। ধৃত সমীরণ বিজেপির ভগবানপুর-৩ মণ্ডল কমিটির সভাপতি তপন মিদ্যার ভাই। 

    ধৃতদের জেরা করে মঙ্গলবার পুলিস সহদেবের নতুন ২৫০ সিসির মোটর বাইক ও তাঁর স্ত্রীর সোনার রিং এবং ব্যাঙ্কের পাসবই উদ্ধার করেছে। একটি ইটভাটার মধ্যে বাইকটি লুকনো ছিল। পাশাপাশি ধৃত একজনের বাড়িতে ওই সোনার রিং জোড়া ছিল। কানের একজোড়া সোনার পাশার এখনও সন্ধান মেলেনি। জানা গিয়েছে, গৃহকর্তা সহদেবের প্রতিবেশী শম্ভু দাস। চুরির ঘটনায় তাকে পুলিস গ্রেপ্তার করেছে। সে ইনফর্মারের কাজ করেছিল। এছাড়া, মণ্ডল সভাপতির ভাই সমীরণ ও আরও দু’জন চুরির সঙ্গে জড়িত ছিল বলে পুলিস জানিয়েছে। অভিযোগকারী সীতা শী বলেন, মাত্র সাত মাস আগে আমার স্বামী মাসিক কিস্তিতে ওই বাইকটি কিনেছিল। স্বামী সেভাবে কাজকর্ম কিছু করেন না। একমাত্র ছেলে কর্মসূত্রে বাইরে থাকে। বাড়িতে আমরা স্বামী-স্ত্রী থাকি। ১৮ তারিখ আমি ডাক্তার দেখাতে তমলুকে গিয়েছিলাম। সঙ্গে আমার স্বামীও ছিলেন। ডাক্তার দেখানোর পর বেলা গড়িয়ে যাওয়ায় আমরা চণ্ডীপুর থানার গড়গ্রামে বাপের বাড়িতে গিয়েছিলাম। ১৯ তারিখ বিকাল ৪টে নাগাদ বাড়ি ফিরে দেখি, গ্রিলের তালা ভাঙা। বাড়ির আরও দু’টি গেট খুলে দুষ্কৃতী ভিতরে ঢুকে বাইক, সোনার গয়না ও ব্যাঙ্কের পাসবই চুরি করেছে। ধৃত চারজনের মধ্যে শম্ভু দাস আমাদের প্রতিবেশী। বাকিদের আমি চিনি না।

    ভূপতিনগর থানার ওসি শেখ মহম্মদ মহিউদ্দিন বলেন, ধৃত সমীরণ মিদ্যা ও সঞ্জয় মিদ্যার বাড়ি ভূপতিনগর থানার নেলুয়া গোপালচক গ্রামে। অরিন্দমের বাড়ি খেজুরি থানার ঠাকুরনগর গ্রামে। শম্ভুর বাড়ি জুখিয়া গ্রামে। ধৃতরা একটা গ্যাং বানিয়ে চুরির সঙ্গে জড়িয়ে পড়েছে। ১৮ তারিখ রাতে সহদেব শী-র বাড়িতে কেউ না থাকার খবরটি শম্ভুই দিয়েছিল।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)