নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বক্রেশ্বর মন্দির ইতিমধ্যে পর্যটন মানচিত্রে অন্যতম জায়গা তৈরি করে নিয়েছে। দেশ-বিদেশে এর খ্যাতি ছড়িয়ে পড়েছে। বছরভর বহু মানুষের আনাগোনা হয় ওই মন্দির চত্বরে। সেক্ষেত্রে বক্রেশ্বর মন্দির সহ সংলগ্ন এলাকাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে তৎপর হয়েছে বীরভূম জেলা প্রশাসন। উষ্ণ প্রস্রবণ স্বচ্ছ রাখার ক্ষেত্রে নজর দেওয়া হয়েছে। সেক্ষেত্রে শুক্রবার দুই সদস্যের বিশেষজ্ঞ দল উষ্ণ প্রস্রবণ পরিদর্শন করেন। তাঁরা জানিয়েছেন, উষ্ণ প্রস্রবণের জলে ফিলামেন্টাস জাতীয় শ্যাওলার জন্ম হচ্ছে। মানব শরীরের জন্য এই শ্যাওলা ক্ষতিকর না হলেও স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। সেক্ষেত্রে দ্রুত এর প্রতিকার করা প্রয়োজন। ঘটনা প্রসঙ্গে জেলা প্রশাসন স্পষ্ট করেছে, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বিশেষ প্রজাতির শ্যাওলার মোকাবিলায় দ্রুত কাজ শুরু করা হবে।
এদিন সন্ধ্যায় প্রশাসন ভবনে সাংবাদিক বৈঠক করেন জেলাশাসক বিধান রায়। তিনি বলেন, বক্রেশ্বর মন্দিরকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার ক্ষেত্রে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে বেশকিছু কাজ শেষ হয়ে গিয়েছে। বাকি কাজও দ্রুত সম্পন্ন করা হবে। সেইসঙ্গে অতিথি নিবাসও পুনরায় চালু করার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুণ্যার্থীদের নিরাপত্তার দিকেও নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি পাপহরা গঙ্গা উষ্ণ প্রস্রবণ সহ আরও একটি কুণ্ড বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে দ্রুত সংস্কারের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে।