• গোবরডাঙায় বধূ খুন, স্বামী সহ ধৃত তিন
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: শ্বশুরবাড়ি থেকে মঙ্গলবার এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। মৃতার নাম মনীষা খাঁ পাত্র (২৬)। তাঁর বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, মনীষাকে খুন করে ঝুলিয়ে দিয়েছেন শ্বশুরবাড়ির লোকেরা। ঘটনাটি গোবরডাঙার পায়রাগাছি মধ্যপাড়ার। ওই পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃত স্বামীর নাম ধীমান খাঁ, শ্বশুর আনন্দ খাঁ, শাশুড়ি মুক্তি খাঁ। তাঁদের এদিনই বারাসত আদালতে তোলা হলে পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

    পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর আগে ধীমানকে বিয়ে করেছিলেন মনীষা। তাঁর বাপের বাড়ি গাইঘাটার শশাডাঙাতে। দম্পতির এক বছরের একটি সন্তানও আছে। অভিযোগ, বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল ওই পরিবারে। মানসিক নির্যাতন করা হচ্ছিল মনীষার উপর। তাতে ধীমানের সঙ্গে তাঁর মা ও বাবাও যুক্ত ছিলেন বলে দাবি পরিবারের। সোমবার রাতে শ্বশুরবাড়ি থেকেই মনীষার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিস। পরে হাবড়া স্টেট জেনারেল হাসপতালে নিয়ে এলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

    মৃতার মা রাখী পাত্র বলেন, খুঁটিনাটি বিষয় নিয়ে মেয়ের উপর অত্যাচার করতেন শ্বশুরবাড়ির লোকজন। এমনকী মারধরও করতেন। এবার ওঁরা খুনও করলেন। আমি ওঁদের কঠোর সাজার দাবি জানাচ্ছি।
  • Link to this news (বর্তমান)