ঘোষপাড়া রোড সংস্কারে ১২ কোটি টাকার টেন্ডার, অংশই নিল না কেউ
বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ব্রিটিশ আমলের রাস্তা ঘোষপাড়া রোড। বারাকপুর শিল্পাঞ্চলের লাইফ লাইন। বারাকপুর থেকে কাঁচরাপাড়া পর্যন্ত ২৫ কিলোমিটার রাস্তার মধ্যে বেশ কিছু জায়গা ভেঙে গিয়েছে। দেখা দিয়েছে খানা খন্দ। সেই রাস্তা মেকানাইজড ম্যাসটিকের করা হবে বলে পূর্তদপ্তর সিদ্ধান্ত নিয়েছে। দূষণ নিয়ন্ত্রণের জন্যই এই সিদ্ধান্ত। ম্যানুয়াল ম্যাসটিক না করে মেকানাইজড ম্যাসটিক করা হবে। অর্থাৎ প্লান্ট থেকে ম্যাসটিক নিয়ে এসে রাস্তায় ঢালা হবে। ধোঁয়া বা পরিবেশ দূষণ করার মতো কিছু নির্গত হবে না। এই আধুনিক প্রযুক্তিতে রাস্তাটি তৈরির জন্য ১২ কোটি টাকার টেন্ডার হয়েছে। কিন্তু সেই টেন্ডারে কোনও সংস্থা অংশগ্রহণ না করায় তা বাতিল হয়ে গেল। যার ফলে পুজোর মুখে ঘোষপাড়া রোড মেরামতি করা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
ঘোষপাড়া রোড বহু প্রাচীন হওয়ায় ওই রাস্তার কোনও ম্যাপ পূর্তদপ্তরের কাছে নেই। সেই ম্যাপ যাতে পাওয়া যায় তার জন্য জেলাশাসকের কাছে আবেদন করা হয়েছিল। প্রকৃত অর্থে রাস্তার পরিধি কত, তা জানার জন্যই পূর্তদপ্তরের পক্ষ থেকে জেলা ভূমিদপ্তরের কাছে যোগাযোগ করা হয়েছিল। যাতে রাস্তাটি চওড়া করা যায় তার পরিকল্পনা করেছিল পূর্তদপ্তর। প্রকৃত ম্যাপ না পাওয়ার ফলে সেই কাজ থমকে গিয়েছে।
ঠিক হয়েছে, ২৫ কিলোমিটার রাস্তার মধ্যে সাড়ে ১০ কিলোমিটার ভাঙা অংশ মেরামত করা হবে। সেটা হবে মেকানাইজড ম্যাসটিক পদ্ধতিতে। কিন্তু কোনও সংস্থা এগিয়ে না আসায় টেন্ডার প্রক্রিয়া থমকে গিয়েছে। এবার কি করা হবে এ ব্যাপারে পূর্তদপ্তরের উচ্চপর্যায়ের কর্তা ব্যক্তিরা সিদ্ধান্ত নেবেন। ফের টেন্ডার ডাকা হবে বলে পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে। ফলে ঘোষপাড়া রোড যে অবস্থায় আছে পুজোর আগে সেই অবস্থায় থাকবে বলে অভিজ্ঞ মহলের ধারণা।