স্কুলে শিক্ষক নিয়োগ: দক্ষিণ ২৪ পরগনায় ৫৪ কেন্দ্রে পরীক্ষা দেবেন ২৯ হাজার জন
বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবার নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষায় দক্ষিণ ২৪ পরগনা থেকে পরীক্ষায় বসতে চলেছেন ২৯ হাজারের কিছু বেশি চাকরিপ্রার্থী। মোট পরীক্ষা কেন্দ্র ৫৪টি। আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর এই পরীক্ষা হতে চলেছে। এবার এমন সব স্কুল ও কলেজকে পরীক্ষা কেন্দ্র হিসেবে ঠিক করা হয়েছে, যাতে পরীক্ষার্থীরা সহজেই সেখানে পৌঁছতে পারেন। নদী পেরিয়ে যাতায়াতের ঝক্কি এড়াতে দ্বীপাঞ্চলে কোনও পরীক্ষা কেন্দ্র রাখা হয়নি। এক আধিকারিকের কথায়, মূল রাস্তা, স্টেশন বা গুরুত্বপূর্ণ স্থান থেকে পরীক্ষার্থীরা যাতে সরাসরি পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন, সেকারণে পর্যাপ্ত বাস রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই বিভিন্ন বাস মালিকের সঙ্গে এ নিয়ে কথা বলেছে আরটিও। এছাড়াও প্রতিটি সেন্টারে মেডিক্যাল সহায়তার ব্যবস্থা রাখা হবে। ৭ এবং ১৪ সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার কথা যথাক্রমে ১৬,১৯৯ এবং ১৩,১৬৭ জনের। ওই দু’দিন পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন মহকুমা শাসকের অফিসে কন্ট্রোল রুম খোলা হবে। যে কোনও প্রয়োজনে তাঁরা ফোন করে সাহায্য নিতে পারবেন। পুলিসকে এই দু’দিন সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।