বয়স ৭৪ বছর, কাঁপা হাতেই দুর্গা তৈরি করে চলেছেন সুন্দরবনের প্রতিমা শিল্পী
বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ : প্রায় ৫০ বছর ধরে প্রতিমা তৈরি করছেন কাকদ্বীপের নামকরা শিল্পী নিমাই পাল। এখন তাঁর বয়স ৭৪ বছর। কিন্তু শরীর অশক্ত হলেও অবসর নেননি। কাঁপা হাতে হলেও দুর্গাপ্রতিমা তৈরি করে চলেছেন।
কাকদ্বীপের বাসিন্দাদের বক্তব্য, নিমাইবাবুর হাতের ছোঁয়ায় প্রাণ পায় দেবদেবীর মূর্তি। একসময় এই শিল্পী কলকাতার কালীঘাটে প্রতিমা তৈরি করতেন। প্রায় ১২ বছর হল কাকদ্বীপে কাজ করছেন। একসময় তাঁর তৈরি দুর্গা গিয়েছে বিদেশেও। তারপর বিস্তর নামডাক হয়। সংসারের টানে বাড়ি ফিরে আসার পর এখনও পর্যন্ত কাকদ্বীপের রথতলাতেই প্রতিমা বানাচ্ছেন। এ বছর ১৬টি দুর্গাপ্রতিমার বায়না পেয়েছেন। এখন রাত জেগে কাজে ব্যস্ত। কাকদ্বীপের একটি দুর্গাপুজো কমিটির কর্মকর্তা অশোক মিশ্র বলেন, ‘খুব ছোটবেলা থেকেই নিমাইবাবুকে প্রতিমা তৈরি করতে দেখছি। তাঁর দক্ষ হাতের ছোঁয়ায় দেবী নতুন রূপ পান। বয়স তাঁকে দমাতে পারেনি। প্রতিবছরই তিনি বিভিন্ন রূপে দুর্গার প্রতিমা দর্শকদের সামনে তুলে ধরেন। এই এলাকায় তাঁর শিল্পের খুব কদর।’
শিল্পী বলেন, ‘বর্তমানে আমি সুন্দরবন এলাকার পুজোর জন্য প্রতিমা তৈরি করি। এখন প্রতিমার ধরন অনেক বদলে গিয়েছে। একসময় নিজের মনের মতো প্রতিমা তৈরি করতাম। কিন্তু এখন পুজোকমিটিগুলি মোবাইলে ছবি দেখিয়ে প্রতিমা তৈরি করতে বলে। এখন থিমের প্রতিমার চাহিদাও বেড়েছে। সেই চাহিদা অনুযায়ী তৈরি করতে হয়।’ - নিজস্ব চিত্র