• নামখানায় পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ ৪০ গ্রামবাসী
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: খাদ্যে বিষক্রিয়া থেকে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ৪০ জন গ্রামবাসী। তাঁদের কাকদ্বীপ ও দ্বারিকনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি নামখানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের গণেশনগর এলাকার। জানা গিয়েছে, সোমবার রাতে ওই এলাকার এক বাসিন্দার বাড়িতে রাধা অষ্টমীর পুজো হয়েছিল। রাতে গ্রামবাসীরা ওই বাড়িতে গিয়ে পুজোর প্রসাদ সহ লুচি, ঘুগনি ও তালের বড়া খেয়েছিলেন। এরপর মঙ্গলবার সকাল থেকে তাঁদের পেটে যন্ত্রণা শুরু হয়। পরে পায়খানা ও বমি হতে থাকে। সবাই খুব দুর্বল হয়ে পড়েন। তাঁদের সবাইকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। 

    এ বিষয়ে নামখানা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দেবাশিস মণ্ডল বলেন, এদিন সকাল থেকে এক এক করে গ্রামবাসীদের অসুস্থতার খবর আসতে থাকে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে আসে। তাঁরা গ্রামবাসীদের পরীক্ষা করেন। যাঁরা খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁদের দুটি হাসপাতালে পাঠানো হয়েছে। 

    বর্তমান তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)