• পড়ুয়াদের বিরিয়ানি রেঁধে খাওয়ালেন টিচার ইন চার্জ
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। কিন্তু সেদিন সরকারি ছুটি রয়েছে। তাই তার আগে পড়ুয়াদের বিরিয়ানি রেঁধে খাওয়ালেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমলেশ দাস। নরেন্দ্রপুর থানার বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে মঙ্গলবার মিড ডে মিলে চিকেন বিরিয়ানি খেল পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৭০০ ছেলেমেয়ে। এদিন, সকালে বাজার করার পর স্কুলের টিচার ইন চার্জ নিজের কাঁধেই তুলে নেন রান্নাঘরের দায়িত্ব। কয়েকজন সহকারী শিক্ষক সাহায্য করেছেন ঠিকই, কিন্তু মূল উদ্যোগ ছিল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরই।

    কমলেশবাবু বলেন, শিক্ষক দিবসে এবার কোনও অনুষ্ঠান হচ্ছে না। কারণ ছুটি রয়েছে। তাছাড়া উচ্চ মাধ্যমিকের সেমেস্টার পরীক্ষা শুরু হচ্ছে কদিন বাদেই। তখন দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পাওয়া যাবে না। এ কথার মাথায় রেখেই এদিন বিরিয়ানি খাওয়ানো হল। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)