• শিক্ষিকা মেয়ের স্কুলে ম্যাথমেটিক্স ল্যাব বানিয়ে দিলেন প্রাক্তন শিক্ষক
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: শিক্ষকতা জীবনে তাঁর হাত ধরে অনেক ছাত্রছাত্রী সাফল্য পেয়েছে। তিনি ছিলেন গাঁড়াপোতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মূলত অঙ্কের ক্লাসই নিতেন তিনি। তিনি তাঁর ছাত্রদের অঙ্কের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে পেরেছিলেন। এবার হাতে কলমে অঙ্ক শেখাতে মেয়ের স্কুলে অর্থ দান করলেন প্রাক্তন শিক্ষক মনতোষকুমার মিত্র। সেই টাকায় তৈরি হল ম্যাথমেটিক্স ল্যাব। প্রাক্তন শিক্ষকের অনুদানে গাইঘাটা বেণীমাধব উচ্চ বালিকা বিদ্যালয়ে তৈরি হল এই ল্যাব। এবার থেকে হাতে কলমে অঙ্ক শিক্ষবে পড়ুয়ারা। পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি একসঙ্গেই সবকিছু শিখতে পারবে ছাত্রীরা। পঞ্চম থেকে দশম শ্রেণির সব পড়ুয়ারা এই ল্যাবে অঙ্ক শিখতে পারবে।

    মেয়ে মোহনা মিত্র বেণীমাধব উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তিনি বলেন, ‘ক্লাস নিতে গিয়ে দেখেছি, পড়ুয়াদের মধ্যে অঙ্ক নিয়ে একটা ভীতি রয়েছে। তাদের সেই ভয় কাটাতেই এই ল্যাব তৈরির ভাবনা। পড়ুয়াদের হাতে কলমে অঙ্ক শেখাতে পারলে তাদের সেই ভয় আর থাকবে না’। গাইঘাটা বেণীমাধব উচ্চ বালিকা বিদ্যালয়ে মোট ছাত্রী রয়েছে ৯৮৫ জন। শিক্ষিকা ২৫ জন। একজন অশিক্ষক কর্মী। স্কুল সূত্রে জানা গিয়েছে, অনেকদিন ধরেই ল্যাব তৈরির ভাবনা ছিল তাঁদের। কিন্তু টাকার অভাবে সেটা হয়ে উঠছিল না। এই অবস্থায় এগিয়ে আসেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোহনা মিত্রের বাবা মনোতোষকুমার মিত্র। তাঁর অর্থ সাহায্যে প্রায় সাড়ে তিন লক্ষ টাকায় এই ম্যাথমেটিক্স ল্যাব তৈরি হয়েছে। 

    মনোতোষবাবু বলেন, ‘অঙ্কের প্রতি পড়ুয়াদের ভয় কাটানোর ভাবনা অনেকদিন ধরেই ছিল। সেটিকে বাস্তব রূপ দিতে সাহায্য করেছে মেয়ে। মোহনার আবেদনে সাড়া দিয়ে ল্যাব তৈরি করতে ওদের পাশে দাঁড়িয়েছি।’ ল্যাব তৈরি হওয়ায় খুশি স্কুলের ছাত্রীরা। ছাত্রীদের দাবি, এবার অঙ্কের প্রতি ভয় কাটবে আমাদের। এই ল্যাবরেটরি উচ্চশিক্ষার প্রতি ছাত্রীদের আগ্রহ বাড়াবে বলেই মনে করছে শিক্ষামহল। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)