• অ্যাস্ট্রোটার্ফের ব্যাডমিন্টন কোর্ট চালু মেডিক্যালে
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তুমুল চাপ। ডিউটির সময়ের মাথামুণ্ডু থাকে না। তার সঙ্গে আবার এমডি-এমএস বা ডিএম-এমসিএইচ-এর প্রস্তুতি এবং হাজারও একটা ব্যস্ততা। হবু ডাক্তার ও জুনিয়রদের মানসিক স্বাস্থ্য চাঙা রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেডিক্যাল কলেজগুলিতে খেলাধুলোর উপর জোর দিয়েছিলেন। তার সূচনা হল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানকার অধ্যক্ষ অফিস থেকে ঢিল ছোঁড়া দূরে চালু হয়ে গেল অ্যাস্ট্রোটার্ফের ব্যাডমিন্টন কোর্ট। কোর্টটি তৈরি করতে মোট পাঁচ লক্ষ টাকা খরচ পড়েছে। ব্যাডমিন্টনের পাশাপাশি এখানে ভলিবলও খেলা যাবে। সন্ধ্যা ও রাতে খেলাধুলোর জন্য আলোও রয়েছে। উদ্বোধনের আগে থেকে হবু ডাক্তাররা প্রবল উৎসাহে সেখানে খেলাধুলো শুরু করে দিয়েছেন। তুমুল কাজের চাপের 

    মধ্যে একটু সময় পেলেই তাঁদের ক্ষণিকের সেই অবসর কাটছে এই ব্যাডমিন্টন কোর্টে। 

    মেডিক্যাল সূত্রের খবর, এখানকার পূর্তদপ্তর (সিভিল ও ইলেকট্রিক্যাল) এই কোর্টটি তৈরি করেছে। ৩৮০০ বর্গফুটের কোর্টটি প্রথমে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছিল, তাতে কাদা হচ্ছে। কৃত্রিম ঘাস লাগানো হয়েছিল। ঘাসগুলিও উঠে যাচ্ছিল। তারপরই সিদ্ধান্ত হয়, আধুনিক অ্যাস্ট্রোটার্ফ তৈরি করে দেওয়া হবে। যেমন ভাবা তেমন কাজ! নীল-সাদা ও সবুজ রঙের কোর্ট তৈরি করে দেওয়া হয়েছে। খেলাধুলোর আধুনিক কোর্ট পেয়ে বেজায় খুশি ছাত্রছাত্রীরাও। 

    এমবিবিএস তৃতীয় বর্ষের ছাত্র সায়ন বিশ্বাস বলেন, শুনলে হয়তো অবাক হবেন, এত ঐতিহ্যবাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারি ছাত্রছাত্রীদের খেলার মাঠই ছিল না। আমাদের রাস্তায় খেলতে হতো। সেদিক থেকে দারুন উদ্যোগ। আমার খেলা শুরুও করে দিয়েছি। তবে নতুন অ্যাস্ট্রোটার্ফটিতে ছাউনি থাকলে আরও ভালো হতো। অধ্যক্ষ-উপাধ্যক্ষকে অনুরোধ করেছি। 

    প্রসঙ্গত, কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজের মধ্যে সবচেয়ে বড় ও আধুনিক খেলার মাঠ আছে এনআরএস মেডিক্যাল কলেজে। অ্যাকাডেমিক বাড়ির অদূরে পূর্তদপ্তরের তৈরি সেই মাঠটিও দেখার মতো। সেখানে এখন নানা টুর্নামেন্টেরও আয়োজন হয়। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)