প্রাক্তন প্রেমিকার গালে ব্লেড দিয়ে হামলার অভিযোগে ধৃত
বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্পর্ক ছিন্ন করায় রাগের বশে ব্লেড দিয়ে প্রেমিকার গালে আঘাত করার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চারু মার্কেট থানা এলাকায়। এই ঘটনায় জড়িত সন্দেহে ওই যুবককে মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিস।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর সঙ্গে যুবকের প্রেমের সম্পর্ক বছর পাঁচেকের। পরস্পরের বাড়িতে যাতায়াত ছিল তাঁদের। তাঁরা একসঙ্গে ঘুরতেও গিয়েছেন। সম্পর্কে টানাপোড়েনের শুরু কয়েক মাস আগে। বিভিন্ন ঘটনাকে ঘিরে মনোমালিন্য এবং তা থেকে ঝামেলা বাঁধে দু’জনের মধ্যে। একটা সময় যুবককে এড়িয়ে চলতে শুরু করেন তরুণী। এমনকী, তাঁর ফোন ধরাও বন্ধ করে দেন। এই দ্বন্দ্বের মধ্যেই অন্য জায়গায় মেয়ের বিয়ে ঠিক করে তরুণীর পরিবার। কথা ‘পাকা’ হতেই তরুণী তাঁর প্রেমিককে স্পষ্ট জানিয়ে দেন, তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছেন। অন্য জায়গায় তাঁর বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এটা জানার পর তরুণীকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন যুবক। এমনকী, অকথা-কুকথা বলার জন্য দুঃখপ্রকাশও করেন। তাঁরা দেখা করে সমস্যা মিটিয়ে নেওয়ার কথা বলেন যুবক। কিন্তু নানা উপরোধেও সাড়া দেননি তরুণী। প্রেমিকার এই আচরণে ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রেমিক। তিনি সদ্য প্রাক্তন প্রেমিকার গতিবিধির উপর নজর রাখতে শুরু করেন। এর মধ্যেই ওই তরুণীর বিয়ে হয়ে যায়। সপ্তাহখানেক আগে যুবক জানতে পারেন, তাঁর এক সময়ের প্রেমিকা বাড়িতে ফিরছেন। দিন চারেক আগে ‘নববধূ’ ব্যক্তিগত কাজে বাইরে বেরলে তাঁর পিছু নেন প্রাক্তন। পথে কথা বলার চেষ্টা করলেও পাত্তা দেননি তরুণী। অভিযোগ, হঠাৎই সামনে গিয়ে পথ আটকান তরুণীর এবং আচমকা ব্লেড বের করে তাঁর গালে চালিয়ে দেন। তারপর ওই তল্লাট থেকে চম্পট দেন অভিযুক্ত। তরুণী চিৎকারে এলাকার লোকজন চলে আসেন। খবর দেওয়া হয় বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চারু মার্কেট থানার পুলিস। ওই তরুণীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর গালে সেলাই পড়েছে। এরপরই ওই তরুণী চারু মার্কেট থানায় অভিযোগ জানালে পুলিস মারধর, জোর করে আটকে রাখা সহ একাধিক ধারায় মামলা রুজু করে। মঙ্গলবার প্রাক্তন প্রেমিক আলিপুর এলাকায় এলে তাঁকে গ্রেপ্তার করে পুলিস।