রফি আহমেদ কিদওয়াই রোড ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, উত্তেজনা
বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধাপে ধাপে শহরের বিভিন্ন অঞ্চলে সরকারি জমি, রাস্তা এবং ফুটপাত থেকে বেআইনি দখলদার সরানোর কাজ চলছে। কলকাতা পুরসভা এবং পুলিসের যৌথ উদ্যোগে মাঝেমধ্যেই চলছে অভিযান। মঙ্গলবার রফি আহমেদ কিদওয়াই রোডে অভিযান চালিয়ে ফুটপাতের উপর থাকা ৫০টির বেশি ঝুপড়ি ভাঙা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনাও তৈরি হয়। যদিও তাতে দমেনি প্রশাসন। এদিন রফি আহমেদ কিদওয়াই রোডে ওয়েলিংটন মোড় থেকে হাজি মহম্মদ মহসিন স্কোয়ার ছাড়িয়ে বাঁদিকে থাকা ফুটপাতের ঝুপড়ি উচ্ছেদ করা হয়। পে লোডার দিয়ে ভাঙা হয়েছে প্লাস্টিকের ছাউনি দেওয়া ঘরগুলি। তবে এদিন পুরো কাজ করা যায়নি বলে পুরসভা সূত্রে খবর। ফের অভিযান চালানো হবে। পুরসভার জঞ্জাল সাফাই এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গিয়েছে, এবার থেকে বেআইনি দখলদারি হটাতে প্রতি সপ্তাহেই শহরের বিভিন্ন অঞ্চলে অভিযান চালানো হবে। ইতিপূর্বে লর্ডস মোড়ে একটি সরকারি জমি বেআইনি দখলদারদের হাত থেকে মুক্ত করেছে পুরসভা এবং লালবাজার। তার আগে শহরে ফুটপাতে থাকা ভবঘুরে এবং ফুটপাতবাসীদের সরাতে পদক্ষেপ করা হয়েছে।
বহুকাল ধরেই এখানে ছিল ঝুপড়িগুলি। সেগুলি ভেঙে দিতে এলে পুলিসের সঙ্গে বচসা বাধে বাসিন্দাদের। সেখানে কিছু হকার স্টলও ছিল। সেগুলিও ভেঙে দেওয়া হয়। প্রশাসনিক সূত্রে খবর, ধাপে ধাপে নিউমার্কেট, হেস্টিংস, শিয়ালদহ, বেলেঘাটা খালপাড় সহ বিভিন্ন জায়গায় বেআইনি দখলদারি হটাতে অভিযান হবে। নিজস্ব চিত্র