• বিমানের টিকিট কাটতে গিয়ে প্রতারিত মহিলা, টাকা উদ্ধার সাইবার সেলের
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনলাইনে বিমানের টিকিট কাটতে গিয়ে প্রায় এক লক্ষ টাকা খুইয়েছিলেন বড়তলার এক মহিলা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি বড়তলা থানার পাশাপাশি নর্থ ডিভিশনের সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে মাত্র ১০ দিনের মধ্যে খোয়া যাওয়া টাকা উদ্ধার করেছে সাইবার সেলের অফিসাররা। পাশাপাশি এই ঘটনায় দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিস। কলকাতা পুলিসের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে। থানায় লিখিত অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, গত ৩১ জুলাই একটি বহুজাতিক সংস্থার অ্যাপ থেকে তিনি অনলাইনে বিমানের টিকিট কাটছিলেন। সেই সময় অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও টিকিট বুক হয়নি। ফলে সমস্যায় পড়েন তিনি। যদিও সংশ্লিষ্ট অ্যাপ থেকে তাঁকে মেসেজ পাঠিয়ে জানানো হয়েছিল, দিন সাতেকের মধ্যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন মহিলা। তিনি শেষমেশ গুগল ঘেঁটে সংশ্লিষ্ট অ্যাপের কাস্টমার কেয়ারের নম্বর জোগাড় করে ফোন করেন। ওই প্রান্তে যে ফোন ধরেছিল, সে তাঁকে ভুল বুঝিয়ে তাঁর মোবাইলে ‘এনি ডেক্স’, ‘টিম ভিউয়ার’-এর মতো অ্যাপ ডাউনলোড করিয়ে নেয়। এর ফলে ওই মহিলার মোবাইলের অ্যাক্সেস দুষ্কৃতীদের দখলে চলে যায়। তারপর বেশ কয়েক দফায় মহিলার অ্যাকাউন্ট থেকে প্রায় এক লক্ষ টাকা হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। টাকা খোয়ানোর পর মহিলা বুঝতে পারেন, তিনি সাইবার অপরাধীদের হাতে প্রতারিত হয়েছেন। বাধ্য হয়ে তিনি সাইবার সেলে ছুটে যান। তদন্তে নেমে ১০ দিনের মধ্যে সাইবার সেলের অফিসার প্রিয়ঙ্ক মণ্ডল খোয়া যাওয়া পুরো টাকা উদ্ধার করেন।
  • Link to this news (বর্তমান)