• বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঠেকাতে পিভিসি পাইপে মুড়ছে বাতিস্তম্ভ
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন জায়গায় বাতিস্তম্ভের গায়ে পিভিসি পাইপ লাগাচ্ছে কলকাতা পুরসভা। এর ফলে জমা জলে ল্যাম্পপোস্ট থেকে তড়িদাহত হওয়ার আশঙ্কা নির্মূল হবে। ইতিমধ্যে শহরের বেশ কিছু অঞ্চল, যেখানে বৃষ্টি হলেই অল্পবিস্তর জল জমে, সেখানকার সমস্ত রাস্তায় বাতিস্তম্ভের গায়ে পাইপ লাগানোর কাজ শুরু হয়েছে। 

    পুরসভা সূত্রে খবর, চলতি অর্থবর্ষে এই কাজে আপাতত সাত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পিভিসি পাইপ দিয়ে বাতিস্তম্ভের গায়ে রাস্তা থেকে সাত ফুট উঁচু পর্যন্ত মুড়ে দেওয়া হচ্ছে। ফলে রাস্তায় জল জমলে এবং  কোনওভাবে বাতিস্তম্ভে বিদ্যুৎ ছড়িয়ে পড়লেও স্তম্ভে পাইপের উপর হাত দিলে কোনও বিপদ ঘটবে না। 

    গত কয়েক বছরে শহরে তড়িদাহত হয়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজভবনের সামনের ফুটপাত থেকে শুরু করে রাজাবাজার, ভবানীপুরের ফুটপাতেও ল্যাম্পপোস্ট, খোলা ফিডার বক্স থেকে তড়িদাহত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপরেই পুরসভা সিদ্ধান্ত নেয়, ল্যাম্পপোস্টের গায়ে এভাবে পাইপ জড়িয়ে দেওয়া হবে, যা তড়িৎ অপরিবাহী হওয়ায় ল্যাম্পপোস্ট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা থাকবে না। 

    পুর কর্তৃপক্ষ জানাচ্ছে, আপাতত শহরে যে সমস্ত অঞ্চলে জল জমে, সেখানকার সব রাস্তায় অগ্রাধিকারের ভিত্তিতে এই কাজ করা হচ্ছে। বিশেষ নজর দেওয়া হয়েছে বস্তি অঞ্চলে। প্রতিটি ওয়ার্ডে কমবেশি ২৫০-৩০০টি বাতিস্তম্ভে আপাতত পিভিসি পাইপ লাগানোর কাজ চলছে। ইতিমধ্যে লেনিন সরণি, এস এন ব্যানার্জি রোড, 

    সেন্ট্রাল অ্যাভিনিউর একাংশ, ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, আমাহার্স্ট স্ট্রিট, মুক্তারামবাবু স্ট্রিট, কালীঘাট রোড, দেশপ্রিয় পার্ক রোড, বিপিন পাল রোড, বলরাম বোস ফার্স্ট লেন, মদন পাল লেন, টালিগঞ্জ রোড আদি গঙ্গা সাইড, ওয়াটগঞ্জ, হসপিটাল লেন, রমেশ মিত্র রোড, বকুলবাগান সহ শহরের বিভিন্ন রাস্তায় বাতিস্তম্ভগুলি পিভিসি পাইপে মুড়ে দেওয়া হয়েছে। 

    এই প্রসঙ্গে পুরসভার আলোকায়ন বিভাগের মেয়র পারিষদ সন্দীপরঞ্জন বক্সি বলেন, ‘ইতিমধ্যে কাজ বহু জায়গায় হয়ে গিয়েছে। আগামী দিনে ত্রিফলা সহ সমস্ত বাতিস্তম্ভগুলিই পিভিসি পাইপে মুড়ে দেওয়া হবে। তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপদের আশঙ্কা থাকবে না।’ - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)