• বাবুঘাট থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ২
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুচিপাড়া গুলি কাণ্ডে অভিযুক্ত আয়ুশকুমার ঝা এবং পীযুষ গুপ্তাকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল লালবাজার। সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১২টা ৪০ নাগাদ বাবুঘাট বাসস্ট্যান্ড থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে এই দু’জনকে। ধৃতদের কাছ থেকে পুলিস একটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় ময়দান থানায় ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, ধৃত দু’জন অস্ত্র বিক্রি করতেই বাবুঘাটে গিয়েছিল।

    উল্লেখ্য, শনিবার ভোর সাড়ে ৩টে নাগাদ, প্রেমচাঁদ বড়াল স্ট্রিট এবং রাজা রামমোহন সরণির সংযোগস্থলে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক গাড়ি চালক ও তার সঙ্গীদের বচসা শুরু। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর জেরে চার-পাঁচজনের একটি দুষ্কৃতী দল প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে ঢুকে রিভলভার উঁচিয়ে বাসিন্দাদের ভয় দেখানোর পাশিপাশি পরপর অন্তত চার রাউন্ড গুলি চালায়। এতে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। 

    ৪৮ ওয়ার্ডের স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে’র অভিযোগ, দুষ্কৃতী দলটি শিয়ালদহ-বেলেঘাটা সংলগ্ন এলাকার শাসক দলের এক কাউন্সিলরের অনুগামী বলে পরিচিত। ঘটনার পর পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মুচিপাড়া থানা ঘেরাও করে তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে’র নেতৃত্বে বিক্ষোভ দেখান এলাকাবাসী। কলকাতা পুলিসের উপরও দুষ্কৃতী দলটিকে গ্রেপ্তারের চাপ বাড়ছিল। 

    এরপরই লালবাজারের একটি টিম সোমবার মাঝরাতে বাবুঘাট বাসস্ট্যান্ড থেকে আয়ুশকুমার ঝা এবং পীযুষ গুপ্তাকে আগ্নেয়াস্ত্র সহ হাতের নাগালে পেয়ে যায়! ধৃতদের পরিচয় যাচাই করতে গিয়ে গোয়েন্দারা জানতে পারেন তারা মুচিপাড়া গুলি কাণ্ডে অভিযুক্ত! মুচিপাড়া কাণ্ডে সাফল্য এলেও,  প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনে হামলার ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিং এখনও অধরা! 
  • Link to this news (বর্তমান)