২৬ বছর পর রাজ্যে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়ায় আশার আলো জ্বলেছিল অঙ্গনওয়াড়ি কর্মীদের মনে। কিন্তু মঙ্গলবার ফের সেই স্বপ্নে নেমে এল অনিশ্চয়তার ছায়া। রাজ্য সরকারের আবেদনে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে নারাজ সুপ্রিম কোর্ট। তবে মামলায় নোটিস জারি করে চার সপ্তাহ পর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে দেশের শীর্ষ আদালত।
প্রসঙ্গত, ২০১৯ সালের নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরেই শুরু হয়েছিল বিতর্ক। ৩৪৫৮টি শূন্যপদের মধ্যে মাত্র ৪২২টি পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সংরক্ষিত রাখা হয়, বাকি ৩০৩৬টি পদে সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নেয় রাজ্য। কিন্তু কেন্দ্রীয় নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, শূন্যপদের ৫০ শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে। এই অসঙ্গতিকে চ্যালেঞ্জ করে কয়েকজন অঙ্গনওয়াড়ি কর্মী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সেই মামলায় কেন্দ্রীয় নিয়ম মেনে নিয়োগের নির্দেশ দেয়। রাজ্য সেই রায় মানেনি বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ডিভিশন বেঞ্চও সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে। শেষ পর্যন্ত রাজ্য সুপ্রিম কোর্টে যায়। কিন্তু সেখান থেকেও তড়িঘড়ি নিয়োগের ছাড় মেলেনি।
সুপ্রিম কোর্টের বিচারপতি পঙ্কজ মিত্তালের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হবে না। বরং চার সপ্তাহ পরে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এবং ততদিনে সংশ্লিষ্ট পক্ষগুলিকে নোটিসের জবাব দিতে হবে।
ফলে নিয়োগ প্রক্রিয়ায় ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের একাংশের দাবি, এত বছরের পরিশ্রম ও অভিজ্ঞতার স্বীকৃতি তাঁরা এভাবেই হারাতে চান না। অন্যদিকে রাজ্য প্রশাসনের একাংশ মনে করছে, দ্রুত সমস্যার সমাধান না হলে রাজ্যের বিভিন্ন ব্লকে প্রকল্পের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।