• ইনস্টাগ্রাম ফিল্টার ব্যবহার করে বয়স কমিয়ে ধোঁকা,কম বয়সি প্রেমিকের সঙ্গে দেখা হতেই ভয়ঙ্কর পরিণতি মহিলার
    এই সময় | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • ইনস্টাগ্রাম ফিল্টার ব্যবহার করে নিজেকে যুবতী দেখাতেন। ৫২ বছর বয়সি সেই মহিলা সম্পর্ক গড়ে তুলেছিলেন ২৬ বছরের এক যুবকের সঙ্গে। কম বয়সি সেই যুবককে বিয়ে করার জন্য চাপ দিয়েছিলেন তিনি। তার পরিণতি হলো ভয়ঙ্কর। ওই মহিলা বিয়ের জন্য চাপ দিতেই তাঁকে খুন করেছেন ওই যুবক বলে অভিযোগ। উত্তরপ্রদেশের মৈনপুরী এলাকার ঘটনা।

    পুলিশ সূত্রে খবর, এই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অরুণ রাজপুতকে। মৈনপুরীর পুলিশ সুপার অরুণ কুমার সিং, মঙ্গলবার, জানিয়েছেন, শ্বাসরোধ করে ওই মহিলাকে খুন করা হয়েছিল। এই খুনের কথা কবুল করছেন অভিযুক্ত যুবক। তিনি জানিয়েছেন, ওই মহিলা চার সন্তানের জননী। তবে ইনস্টাগ্রাম ফিল্টার ব্যবহার করে নিজের বয়স কম দেখাতেন তিনি। অরুণ রাজপুতের সঙ্গে ইনস্টাগ্রামে পরিচয় হয় তাঁর। প্রথমে সোশ্যাল মিডিয়াতেই কথা বলতেন তাঁরা। পরে নিজেদের মোবাইল নম্বর বিনিময় হয়। তাঁদের মধ্যে ‘প্রেমের সম্পর্ক’ গড়ে ওঠে।

    ওই যুবক পুলিশকে জানিয়েছেন, মাস দুয়েক আগে তাঁদের দেখা হয়। এর পর থেকেই তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন ওই মহিলা। তাকে মহিলা কিছু টাকা ধার হিসেবে দিয়েছিলেন। সেই টাকাও ফেরত চান। আর, বিয়ের জন্য চাপ দিতেই তিনি তাঁকে খুন করেন।

    পুলিশ সূত্রে খবর, গত ১১ অগস্ট মৈনপুরীর কাপারি গ্রামের কাছ থেকে মহিলার দেহ উদ্ধার হয়। তাঁর গলায় শ্বাসরোধ করে খুন করার চিহ্ন পাওয়া যায়। পরে জানা যায় ওই মহিলার বাড়ি ফারাক্কাবাদ এলাকায়। তাঁর মোবাইল ফোন ঘেঁটে অরুণ রাজপুতের কথা জানা যায়। এর পরেই জিজ্ঞাসাবাদের জন্য ধরা হয় অরুণকে।

    ওই যুবক পুলিশকে জানিয়েছেন, প্রায় দেড় বছর আগে ইনস্টাগ্রামে মহিলার সঙ্গে পরিচয় হয় তার। তিনি জানিয়েছেন, ফোনে কথা বলার পরে গত ১১ অগস্ট তার সঙ্গে দেখা করার জন্য ফারাক্কাবাদ থেকে মৈনপুরী এসেছিলেন তিনি। তার পরেই বিয়ের জন্য অরুণকে চাপ দেন ওই মহিলা। তাঁর কাছে ওই যুবক যে দেড় লক্ষ টাকা নিয়েছিলেন তা ফেরত দেওয়ার জন্যও বলেন তিনি।

    মৈনপুরীর পুলিশ সুপার জানিয়েছেন, দেখা হওয়ার পরেই মহিলার আসল বয়সের কথা জানতে পারেন অরুণ রাজপুত। তখনই তাঁকে বিয়ে না করার সিদ্ধান্ত নেন ওই যুবক। তাকে ওই মহিলা বিয়ের জন্য চাপ দিতে থাকলে তাঁর দোপাট্টা দিয়েই শ্বাসরোধ করে তাঁকে খুন করেন অরুণ।

  • Link to this news (এই সময়)