• Breaking News LIVE: গণেশ পুজোর বিসর্জন যাত্রায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩, আহত ২২
    এই সময় | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • ইট বোঝাই লরির চাকার তলায় পিষে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উলুবেড়িয়া শ্যামপুর রোডে শ্যামপুর থানার মনসাতলায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম শেখ মনিরুল ইসলাম (২৮)। বাড়ি উলুবেড়িয়া থানার অমৃতশালী এলাকায়।

    সাত সকালে হিন্দমোটরের দেবাই পুকুরের এমিনেন্ট কমপ্লেক্সের সি ব্লকের প্রথম তলার একটি ফ্ল্যাটে ইডির হানা। সকাল সাতটা নাগাদ তিনটি গাড়ি করে পাঁচজন আধিকারিক ৬ জন কেন্দ্রীয় জওয়ানকে নিয়ে আবাসনে ঢোকে। স্থানীয় সূত্রে খবর, এক বিকাশ লাচ্ছাই রামকা ওই ফ্ল্যাটের বাসিন্দা।স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকেন তিনি।সেখানে তল্লাশি অভিযানে আসেন আধিকারিকরা।

    উত্তর ভারতে চলছে প্রবল বৃষ্টি। আর তার প্রভাবেই ছাড়িয়েছে জলস্তর। নদীর জলে ভেসেছে পঞ্চনদের দেশ পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। দুকূল ছাপিয়ে জল বইছে সিন্ধু-সহ শতদ্রুতে। পাশাপাশি জল ছাড়া হয়েছে একাধিক বাঁধ থেকেও। সূত্রের খবর, এই পরিস্থিতিতে ভারতের বিদেশ মন্ত্রক ইসলামাবাদকে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে। জানা গিয়েছে, গত সপ্তাহে তাওয়াই নদীতে বন্যা নিয়ে পাকিস্তানকে তিনবার সতর্কবার্তা দিয়েছিল নয়াদিল্লি। মঙ্গলবার ফের আরও একবার পাকিস্তানকে সতর্কবার্তা পাঠানো হলও ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। ‘মানবিক কারণেই’ এই সতর্কবার্তা পাঠানো হচ্ছে ইসলামাবাদে বলে জানানো হয়েছে।

    ছত্তিসগড়ের যশপুরে গণেশ পুজোর বিসর্জনের শোভাযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা। শোভাযাত্রার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি গাড়ি। শোভাযাত্রায় সামিল মানুষদের পিষে দেয় সেটি। এই ঘটনায় ৩ জনের মৃত্যু এবং ২২ জন আহত হয়েছে বলে খবর।

    দক্ষিণ ২৪ পরগনার নামখানায় রাধাষ্টমীর পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় চল্লিশ জন গ্রামবাসী। তাঁদের মধ্যে শিশু থেকে শুরু করে বয়স্ক—সবাই এখন কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    SCO সামিটে না সামিল হলেও চিনের ‘ভিকট্রি ডে’ প্যারেডে উপস্থিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

    বিধান ভবন অর্থাৎ কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে হামলা চালানোর অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিং।

    প্রবল বৃষ্টিপাতের জেরে আরও বাড়ছে যমুনার জল। দিল্লিতে জারি হাই অ্যালার্ট। রয়েছে বন্যার আশঙ্কাও। একদিকে বৃষ্টি ও অন্যদিকে জল জমে যাওয়ার কারণে বুধবার দিল্লির রাজধানী এলাকায় নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব স্কুল বন্ধ রাখা হয়েছে।

    শিল্প শহর হলদিয়া। সেই শহরের প্রধান প্রবেশ পথ হলদিয়া গেট। হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের ব্রজলালচকে ‘হলদিয়া গেট’। গেটটি দুর্বল হয়ে পড়েছে। যে কোনও সময় ভেঙ্গে পড়ে বিপদ ঘটতে পারে তাই সেই গেটের সংস্কার করার কাজের জন্য জাতীয় সড়ক বন্ধ রাখার নির্দেশিকা প্রকাশ করেছে হলদিয়া উন্নয়ন পর্ষদ। সেই নির্দেশিকাকে ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় জুড়ে। ফলে চিন্তায় নিত্যযাত্রীরা।

  • Link to this news (এই সময়)