• মাঝরাতে গ্রেপ্তার রাকেশ সিং, কংগ্রেস দপ্তরে হামলার অভিযোগে ধৃত বিজেপি নেতা
    এই সময় | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • লুকোচুরি শেষে হামলার পাঁচ দিনের মাথায় অবশেষে পুলিশের জালে বিজেপি নেতা রাকেশ সিং। কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে তাঁকে ট্যাংরা থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।

    গোপন সূত্র খবর পেয়ে রাত ২টো নাগাদ ট্যাংরার একটি ফ্ল্যাটে অভিযান চালায় কলকাতা পুলিশ। সেখান থেকেই হাতেনাতে পাকড়াও করা হয় রাকেশ সিংকে। বিজেপি নেতার গ্রেপ্তারির পরই এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ।

    গত সপ্তাহে বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মাকে কটূক্তি করার অভিযোগ ওঠে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছিল, মাথায় কংগ্রেসের পতাকা বেঁধে দলের এক কর্মী প্রধানমন্ত্রী এবং তাঁর মায়ের নামে অশালীন স্লোগান দিচ্ছেন। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

    প্রধানমন্ত্রীর মাকে অপমানের অভিযোগে কলকাতায় রাকেশ সিংয়ের নেতৃত্বে বিধান ভবনের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। শুধু বিক্ষোভ নয়, কংগ্রেস দপ্তরে হামলা চালানোরও অভিযোগ ওঠে। বিধান ভবনে ভাঙচুর চালিয়ে পোড়ানো হয় কংগ্রেসের পতাকা। এমনকী রাহুল গান্ধীর ছবিতেও কালি মাখিয়ে দেওয়া হয়। রাকেশ সিংয়ের নেতৃত্বেই হয় এই হিংসাত্মক হামলা হয় বলে অভিযোগ ওঠে।

    এর পরেই কংগ্রেসের পক্ষ থেকে এন্টালি থানায় রাকেশ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে রাকেশের খোঁজ শুরু করেছিল পুলিশ। এর আগে প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর ভাঙচুরের ঘটনায় চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। তার মধ্যে ছিলেন রাকেশ সিংয়ের ছেলে শিবম সিং এবং বিজেপির তিন কর্মী। রাকেশের ছেলে শিবমের বিরুদ্ধে বিজেপি নেতাকে পালাতে সহায়তা করার অভিযোগ ওঠে। সেই অভিযোগে তাঁকেও গ্রেপ্তার করা হয়।

  • Link to this news (এই সময়)