• পুজোর সময়েও বৃষ্টি হবে বাংলায়? সেপ্টেম্বর মাস জুড়ে বৃষ্টির সম্ভাবনা, বলছে আবহাওয়া অফিস
    এই সময় | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • সেপ্টেম্বর মাসে রাজ্য জুড়ে মাঝেমধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দপ্তর সূত্রে খবর, অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রাজ্যে সক্রিয় থাকে মৌসুমি বায়ু। আর তার জেরেই বৃষ্টি চলতে পারে গোটা বাংলায়। তবে, পুজোয় বৃষ্টি হবে কি না, তা এত তাড়াতাড়ি জানাতে পারছেন না দপ্তরের কর্তারা।

    তাঁরা জানিয়েছেন, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। বুধবার বিকেলের পরে তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। বিকেলের পরে ওডিশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। নিম্নচাপের প্রভাবে বুধবারও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি আবহাওয়া দপ্তরের।

    বুধবার পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রাম-সহ উপকূল অঞ্চল ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলায়। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি-সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই।

    উত্তরবঙ্গে আজ বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বুধবার কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে।

    বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। শুক্রবার ও শনিবারও বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। রবিবার ও সোমবার কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।

  • Link to this news (এই সময়)