• বিশেষ সূত্রে খবর পেয়ে তল্লাশি! ফুলবাড়িতে ৯৬ হাজার টাকার জাল নোট-সহ গ্রেফতার এক যুবক
    আনন্দবাজার | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৬ হাজার টাকার জাল নোট-সহ এক যুবককে গ্রেফতার করল তুফানগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার রাতে অন্দরান ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের চামটা মোড় এলাকায় এক যুবককে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চালাতে গিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ১৯৬টি ৫০০ টাকার জাল নোট। ধৃত ওই যুবকের নাম আউয়াল হোসেন।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩২ বছরের হোসেনের বাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চর এলাকায়। মনে করা হচ্ছে বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে নিয়ে আসা হয়েছে এই জাল নোট। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছেন কি না, সেই বিষয়েও পুলিশ তদন্ত করে দেখছে।

    তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কান্নেধারা মনোজ কুমার জানান, জালনোট পাচারের অভিযোগে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চর বালাভুত এলাকার বাসিন্দা হোসেনকে পুলিশ গ্রেফতার করা হয়েছে। নির্দিষ্ট ধারায় ওই যুবকের নামে মামলা রুজু করা হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)