রাত গড়ালেই ফিরতে হবে সড়কপথে, রাতের বিশেষ পরিষেবা বন্ধ করল মেট্রো ...
আজকাল | ০৩ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বন্ধ হয়ে গেল রাতের বিশেষ মেট্রো পরিষেবা। কবে থেকে ফের এই ট্রেনটির পরিষেবা চালু হবে তা এখনই জানাতে পারছেন না মেট্রো কর্তৃপক্ষ। মঙ্গলবার এই খবর জানিয়েছে তারা।
যাত্রীদের সুবিধায় বিশেষ করে যাদের কাজ থেকে ফিরতে দেরি হয় তাঁদের সুবিধার জন্য বিশেষ এই মেট্রো পরিষেবা চালু করেছিল কলকাতা মেট্রো। রাত ১১টার সময় একটি নাইট মেট্রো সার্ভিস প্রথমে চালু হলেও পরে তার সময় এগিয়ে এনে রাত ১০টা ৪০ মিনিট করা হয়। সময়ের এই পরিবর্তন করার জন্য মেট্রোয় যাত্রীর সংখ্যাও অনেকটাই বেড়ে যায়। দীর্ঘদিন ধরে এটি চললেও আপাতত এই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো। কারণ হিসেবে জানানো হয়েছে, এখন যেহেতু কবি সুভাষ স্টেশনটি বন্ধ আছে এবং অন্যান্য নানাবিধ কারণে বুধবার ৩ সেপ্টেম্বর থেকে এই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার কবে এই পরিষেবা শুরু করা হবে সেই নিয়ে এই মুহূর্তে কিছু জানাতে পারছে না কলকাতা মেট্রো।
এর আগে রাতের এই বিশেষ পরিষেবা চালু করার জন্য দীর্ঘদিন ধরেই যাত্রীরা আবেদন করে আসছিলেন। এই নিয়ে জনস্বার্থ একটি মামলাও করা হয়েছিল। এরপর রাত ১১টা নাগাদ একটি নাইট মেট্রো সার্ভিস চালু করার পর সেই ট্রেনে কিন্তু সেভাবে যাত্রী হচ্ছিল না। এরপর সেই ট্রেনটি রাত ১১টার পরিবর্তে রাত ১০টা ৪০ মিনিটে চালু করা হয়। সময়সীমার এই পরিবর্তনের পর মেট্রোর এক আধিকারিক জানিয়েছিলেন, এর ফলে তাঁদের যাত্রী সংখ্যা আগের থেকে বেড়ে গিয়েছে। কিন্তু শেষপর্যন্ত পরিবর্তিত পরিস্থিতিতে এই পরিষেবাটি আপাতত স্থগিত রাখছে মেট্রো।
গত বছর (২০২৪) শেষ মেট্রোর সময় বাড়ানোর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, বহু অফিস যাত্রী আছেন যাঁরা অফিসের কাজ শেষ করে অনেক রাতে বাড়ি ফেরেন। তাঁরা অসুবিধায় পড়েন অনেক সময়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানিয়েছিলেন, রাতের মেট্রো বাড়ালে সাধারণ মানুষের সুবিধা হয়। এরপরই সুখবর শুনিয়েছিল কলকাতা মেট্রো। ব্লু লাইনে সোমবার থেকে শুক্রবার প্রতিদিন রাত ১০.৪০ মিনিটে মেট্রো মেট্রো চলা শুরু হয়েছিল। তাতে সুবিধাই হচ্ছিল যাত্রীদের।
প্রসঙ্গত, সময় যতই গড়াচ্ছে ততই বাড়ছে মেট্রোর উপর চাপ। বিশেষ করে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা পুরোপুরি চালু হওয়ার পর এখন হাওড়া ময়দান থেকে এক ট্রেনেই পৌঁছে যাওয়া যাচ্ছে সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে। এর সুবিধা নিতে প্রতিদিন অসংখ্য যাত্রী সওয়ারী করছেন মেট্রোতে। বহু যাত্রী আছেন যাদের শিয়ালদহ প্রতিদিন আসতে হয় এবং তার জন্য তাঁরা বাস বা অন্যান্য পরিবহনের পরিষেবার আশ্রয় নিতেন। কিন্তু এখন অনেক দ্রুত এবং কম সময়ে তাঁরা হাওড়ার দিক থেকে রওনা দিয়ে শিয়ালদহ পৌঁছে যেতে পারছেন।