দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা, একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের বৃষ্টিতে ভিজতে চলেছে শহর কলকাতা। বুধবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এর মাঝে এক বা দু’দফা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। ফলে দিনের বেলায় ভ্যাপসা গরম কিছুটা হলেও কমবে।আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৭ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাতের পরিমাণ ০২৬.৫ মিমি। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বাতাসে আর্দ্রতার পরিমাণ যথেষ্ট বেশি থাকায় ভ্যাপসা অস্বস্তি জারি থাকবে। গতকাল সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ ও সর্বনিম্ন আর্দ্রতার পরিমাপ ছিল ৭৯ শতাংশ।