• বিয়ের জন্য জোর ৫২-র প্রৌঢার, খুন করে পালাল ২৬-এর প্রেমিক! তোলপাড় যোগীরাজ্য
    প্রতিদিন | ০৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে গত ১১ আগস্ট মিলেছিল অজ্ঞাতপরিচয় মহিলার দেহ। এরপর শুরু হয় তদন্ত। জানা যায়, মৃতার নাম রানি। বয়স ৫২ বছর। উত্তরপ্রদেশের ফারুকাবাদে থাকতেন। তদন্ত শুরু হয়। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত অরুণ রাজপুত নামের এক বছর ছাব্বিশের যুবক। দাবি, বছর দেড়েক আগে ইনস্টাগ্রামে পরিচয় দু’জনের। সেখান থেকেই সম্পর্ক গড়ায় প্রেমে।

    পুলিশের দাবি, অরুণ রানিকে খুন করেছেন একটা স্কার্ফ গলায় পেঁচিয়ে। কিন্তু কেন এই হত্যাকাণ্ড? তদন্তকারীদের দাবি, সোশাল মিডিয়ায় ওই দু’জনের কথোপকথন ও বাজেয়াপ্ত করা দুই মোবাইলের কল রেকর্ড খতিয়ে দেখে জানা গিয়েছে, ফিল্টার লাগিয়ে ইনস্টায় নিয়ে ছবি আপলোড করতেন রানি। যা দেখে প্রাথমিক ভাবে অরুণ তাঁকে সমবয়সিই মনে করতেন। ফলে তিনি ক্রমেই সম্পর্কে জড়িয়ে পড়েন অনলাইনে। এরপর তাঁরা দেখাও করেন। ফারুকাবাদের এক হোটেলে প্রায়ই নাকি আসতেন দু’জনে। অরুণকে নাকি বিয়ের জন্য চাপ দেওয়া শুরু করেন চার সন্তানের মা রানি। এমনকী, তিনি অরুণকে দেড় লক্ষ টাকা ধারও দেন বলে দাবি।

    সময় যত এগিয়েছে তত অরুণের উপরে রানি আরও বেশি করে বিয়ের জন্য চাপ দেন বলে দাবি। এদিকে ধার দেওয়া টাকাও ফেরত চাইতে থাকেন তিনি। পুলিশ আধিকারিক অরুণকুমার সিংয়ের দাবি, ”গত ১০ আগস্ট অরুণ মণিপুরীতে ডেকে পাঠান রানিকে। আর রানি তাঁকে ফের বিয়ের জন্য চাপ দিতে থাকায় গলায় ফাঁস দিয়ে খুন করে দেন।”

    পুলিশের আরও দাবি, ইতিমধ্যেই অরুণ নিজের অপরাধ কবুলও করেছেন। জানিয়েছেন, তাঁর ভয় ছিল বিয়ে করতে রাজি না হলে রানি হয়তো পুলিশে যাবেন। কিংবা তাঁর পরিবারের কাছেও যেতে পারেন। আদালত অভিযুক্তকে জেল হেফাজতে পাঠিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)